Wednesday, August 27, 2025

মাছ ধরতে গিয়ে কোটিপতি? গল্প নাকি সত্যি!

Date:

Share post:

কথায় আছে, রাখে হরি মারে কে! ঠিক যেন তেমনটাই ঘটলো মৎস্যজীবীদের (Fishermen) ভাগ্যের সঙ্গে। পেটের দায়ে মাছ ধরতে গিয়েছিলেন, ভাবতেও পারেননি ফিরে এসেই পেয়ে যাবেন বিয়ের প্রস্তাব (Wedding Proposal)। অবশ্য বিষয়টা এখানেই থেমে নেই, কেউ কেউ আবার বলছেন এবার স্বপ্নপূরণের পথে আর কোনও বাধা রইল না। কিন্তু ব্যাপারটা কী বলুন দেখি? আসলেই এই সব কিছুর উত্তর হল অ্যাম্বারগ্রিজ (Ambergris)। চলতি কথায় তিমির বমি (Whale Vomit)। যতই নাক সিটকোন , এর মধ্যে লুকিয়ে আছে মৎস্যজীবীদের (Fishermen) রাতারাতি কোটিপতি হওয়ার রহস্য।

ইয়েমেনের একদল মত্‍স্যজীবী সম্প্রতি মাছ ধরতে গিয়ে প্রায় ১২৭ কেজির অ্যাম্বারগ্রিজ খুঁজে পেয়েছেন। তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থের দাম আকাশছোঁয়া সে কথা বোধহয় অনেকেই জানেন। মৎস্যজীবীরা যতটা পরিমাণ তিমির বমি খুঁজে পেয়েছেন তার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার বলে মনে করা হচ্ছে অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় দাম গিয়ে দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা। একবার ভেবে দেখুন এহেন কোটিপতিকে পাত্রীরা বিয়ে করতে চাইবেন না , তাই কখনও হয়? সূত্র মারফত জানা যাচ্ছে ৩৫ জন মত্‍স্যজীবীর একটি দল দক্ষিণ ইয়েমেনের সেরিয়াহ উপকূলের কাছে এডেন উপসাগরে মাছ ধরতে গেছিলেন। সেই সময়ই বিরাট বড় একটি স্পার্ম হোয়েলের মৃতদেহ খুঁজে পান তাঁরা। সেই দেহাবশেষটি পরীক্ষা করেই মত্‍স্যজীবীরা দেখতে পান যে দেহের ভিতরে বমি রয়েছে । ব্যাস মত্‍স্যজীবীদের বুঝতে অসুবিধা হয়নি যে কী অমূল্য সম্পদ তাঁদের হাতে এসেছে। এই প্রসঙ্গে জনৈক মত্‍স্যজীবী জানান, তিমিটির মৃতদেহের কাছাকাছি যেতেই তীব্র গন্ধ নাকে আসে। এরপর তিমির পেট কাটতেই দেখা যায়।ভিতরে অ্যাম্বারগ্রিজ রয়েছে।

অন্তত ১০ কোটি টাকা তো মিলবেই, এমনটাই আশা করছেন মৎস্যজীবীদের দল। পুরো টাকা চাই নিজেদের মধ্যে ভাগ করে দেওয়ার পাশাপাশি গরিব পরিবারকেও সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেউ বলছেন বাড়ি গাড়ি করবেন, কেউ আবার বিয়ে করে স্বপ্নের ডেস্টিনেশনে পাড়ি দেওয়ার কল্পনা করতেও শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন- অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল শহরে চালু করবে দুটি নতুন শাখা

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...