Thursday, November 6, 2025

পাক অধিকৃত কাশ্মীরে সারদা পীঠ! যেতে পারবেন হিন্দু তীর্থযাত্রীরাও?       

Date:

Share post:

দিনকয়েক আগেই পাক সীমান্তে হিন্দু মন্দিরের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর এবার পাক অধিকৃত কাশ্মীরে (POK) সারদা পীঠ (Sharda Peeth) হিন্দু তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। তবে কী এবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে তীর্থযাত্রা করতে যেতে পারবেন হিন্দু তীর্থযাত্রীরা (Hindu Devotees)? তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের একটি সারদা পীঠ এবং সারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। সুলতানি এবং মোঘল আমলে এশিয়ার অন্যতম সেরা সাহিত্য, সংস্কৃতি চর্চার কেন্দ্র ছিল এই সারদা পীঠ এবং বিশ্ববিদ্যালয়।

তবে পরবর্তী সময়ে প্রাচীন ওই বিশ্ববিদ্যালয়টি বিদেশিদের আক্রমণে ধ্বংস হয়ে যায়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে চাইছেন হিন্দুধর্মের এই তীর্থস্থান অবিলম্বে হিন্দুদের জন্য খুলে দিতে। কাশ্মীরের কুপওয়ারা জেলার (Kupwara) টিটওয়াল গ্রামে নিয়ন্ত্রণরেখা বরাবর তৈরি হয়েছে সারদা মন্দির। বুধবারই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মন্দিরটির উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর মন্দির উদ্বোধন করেই শাহ জানান, নিয়ন্ত্রণরেখার ওপারে যে সারদা মন্দির রয়েছে, কর্তারপুর করিডরের ধাঁচে সেই মন্দিরে নববর্ষের (New Year) পরই হিন্দু তীর্থযাত্রীদের যাওয়ার ব্যবস্থা করা যায় কী না তা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনার অধীনে রয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী মুখে বললেও এই কাজটি করতে গেলে সরাসরি পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলতে হবে ভারতকে। আর তা নিয়েই তৈরি হচ্ছে ধোঁয়াশা। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে।

 

 

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...