Tuesday, August 26, 2025

বিরোধী ঐক্য সংঘটিত করতে নিজের বাসভবনে বৈঠক সারলেন পাওয়ার !

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha election)। কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) ক্ষমতাচ্যুত করতে একাধিক রাজনৈতিক সমীকরণ উদ্ভূত হচ্ছে। ২৪-র সাধারণ নির্বাচনে বিরোধীরা কোন সমীকরণে কেন্দ্রের মোদিকে ঠেকাবে তা নিয়েই বাড়ছে জল্পনা। এই আবহেই তৃতীয় ফ্রন্ট তৈরির সম্ভাবনা মিলেছে। সঠিকভাবে নিজের ভোট দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)।

বৃহস্পতিবার মুম্বইয়ে নিজের বাসভবনেই একাধিক বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে বসেন পাওয়ার। সন্ধ্যে ছটা থেকে এই আলোচনা শুরু হয়। বৈঠকে যোগদান করার জন্য যে সব বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি সহ একাধিক বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেসকে বাদ দিয়েই বিরোধী ঐক্য গড়ে তোলার পরিকল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে। এই বৈঠকে যদিও উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে টুইট করেন পাওয়ার। তিনি লেখেন, ‘ ইভিএমের কার্যকারিতা এবং ইভিএমের মাধ্যমে ভোটদান নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ নিয়ে আলোচনার জন্য আজ আমার বাসভবনে বিরোধী দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।’ ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ডি রাজা বৈঠকে তৃণমূলের অনুপস্থিতির বিষয়ে বলেছেন যে, “যদিও তৃণমূল এখানে উপস্থিত নেই তবে আমরা সবাই তৃণমূলের অবস্থান জানি। তৃণমূল এই জাতীয় ইস্যুতে বিরোধীদের সঙ্গেই থাকে এবং আমরা সংসদেও দেখেছি যে তাঁরা কেন্দ্রের বিজেপি-শাসিত সরকারের বিরুদ্ধে সবসময়ই তাদের অবস্থান বজায় রেখেছে এবং সবসময়ই সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের আওয়াজ তুলেছে।

 

spot_img

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...