Sunday, November 16, 2025

শনির দশা কাটছে না! ফের মহাবিপদে রাহুল গান্ধী

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বাণে বিদ্ধ হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে শুক্রবারই সাংসদ (MP) পদ হারিয়েছেন রাহুল। আর তার চব্বিশ ঘণ্টা কাট্রে না কাটতেই ফের মহা ফ্যাসাদে পড়লেন সোনিয়া তনয়। জানা গিয়েছে, এবার পুরনো একটি মামলায় বড়সড় বিপাকে পড়েছেন রাহুল। জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এরপরই ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। পরে টুইট করে বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে বিপাকে পড়েন সোনিয়া তনয়। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও (FIR)। এক সমাজকর্মী রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। শনিবার ওই মামলার শুনানিতে নোটিশ দিয়ে শিশু সুরক্ষা কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে (National Commission for Protection of Child Rights)। মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১ অগাস্ট। দিল্লির এক শ্মশানের প্রধান পুরোহিত ও তাঁর চার সহকারীর হাতে ধর্ষিত হয় ৯ বছরের নাবালিকা। তাঁকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভয় দেখিয়ে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয় নির্যাতিতার পরিবারের। পরে রাহুল গান্ধী তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই নাবালিকার বাবা-মায়ের সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে নির্যাতিতার মা-বাবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক কারণ ভারতের ‘পকসো’ (Pocso) আইনের অধীনে ধর্ষিতা নাবালিকা বা তাঁর পরিবারের নাম পরিচয় প্রকাশ করা যায় না। আর বিষয়টি নজরে আসতেই টুইটার থেকে ছবি সরানোর নির্দেশ দেয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

এরপর বিনীত জিন্দল নামের এক আইনজীবী রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন এবং শীর্ষ আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন মকরন্দ সুরেশ মাধলেকার নামের এক সমাজকর্মী। আর শনিবার মামলার শুনানি শেষে নোটিশ জারি করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতামত তলব করল সুপ্রিম কোর্ট।

 


 

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...