Sunday, May 4, 2025

রবিতে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেন! যাত্রী ভো.গান্তি চরমে

Date:

Share post:

চলছে ইন্টারলকিং-এর কাজ। তাই আজ, রবিবার রাত রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। স্বভাবতই দুর্ভোগে পোহাতে হবে যাত্রীদের।

আরও পড়ুন:Railway Update : শুধু হাওড়া নয়, দু*র্ভোগ শিয়ালদহ ডিভিশনেও, বাতিল একাধিক ট্রেন
শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং আছে, সেটি পালটে ফেলা হবে। সেজন্য রবিবার রাত ১২ টা ৩০ মিনিট থেকে (ইংরেজি মত অনুযায়ী রবিবার) থেকে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বেলানগর স্টেশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। সেজন্য রবিবার রাত ১২ টা থেকে (ইংরেজি মতে রবিবার) থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন (প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময়) বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

তবে আজ অর্থ্যাৎ ২৬ মার্চ পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেন বাতিল থাকলেও স্পেশাল ট্রেন চলবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

প্রসঙ্গত, সম্প্রতি হাওড়া-বর্ধমান কর্ড ও মেন লাইনে বিভিন্ন সময় ট্রেন বন্ধ রেখে কাজ হয়েছে। টানা ট্রেন বন্ধে দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীরা। এদিকে রবিবার সরকারি চাকরির পরীক্ষাও রয়েছে। ট্রেন বাতিলের খবরে চিন্তা বেড়েছে চাকরিপ্রার্থীদেরও। যদিও রেলের সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার স্পেশাল ট্রেন চালানোর ভাবনা রয়েছে।
একনজরে দেখে নিন স্পেশাল ট্রেনগুলির তালিকা

বর্ধমান-ডানকুনি স্পেশাল লোকাল ট্রেন 
১)বর্ধমান থেকে ভোর ৫ টা ৪০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সকাল ৭ টা ১০ মিনিটে পৌঁছাবে।
২)সকাল ৬ টা ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সকাল ৮ টা ২০ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
৩)বর্ধমান থেকে সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সকাল ৯ টায় পৌঁছাবে।
৪)সকাল ৮ টা ৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সকাল ১০ টা ৫ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
৫)বর্ধমান থেকে দুপুর ৩ টে ২৫ মিনিটে ছাড়বে। ডানকুনিতে বিকেল ৪ টে ৫৫ মিনিটে পৌঁছাবে।
৬)বিকেল ৪ টে ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
৭)বর্ধমান থেকে বিকেল ৫ টা ৫০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পৌঁছাবে।
৮)সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। রাত ৮ টা ১৫ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।

বর্ধমান-ডানকুনি স্পেশাল লোকাল ট্রেন 
১)বর্ধমান থেকে ভোর ৫ টা ৪০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সকাল ৭ টা ১০ মিনিটে পৌঁছাবে।
২)সকাল ৬ টা ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সকাল ৮ টা ২০ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
৩)বর্ধমান থেকে সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সকাল ৯ টায় পৌঁছাবে।
৪)সকাল ৮ টা ৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সকাল ১০ টা ৫ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
৫)বর্ধমান থেকে দুপুর ৩ টে ২৫ মিনিটে ছাড়বে। ডানকুনিতে বিকেল ৪ টে ৫৫ মিনিটে পৌঁছাবে।
৬)বিকেল ৪ টে ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
৭)বর্ধমান থেকে বিকেল ৫ টা ৫০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পৌঁছাবে।
৮)সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। রাত ৮ টা ১৫ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।

ডানকুনি-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন
১)সকাল ৭ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সকাল ৯ টা ২৫ মিনিটে।
২)ডানকুনি থেকে সকাল ৮ টা ৩৫ মিনিটে ছাড়বে। সকাল ১০ টা ৫ মিনিটে বর্ধমানে পৌঁছাবে।
৩)সকাল ৯ টা ১৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সকাল ১০ টা ৪৫ মিনিটে।
৪)ডানকুনি থেকে সকাল ১০ টা ২০ মিনিটে ছাড়বে। সকাল ১১ টা ৫০ মিনিটে বর্ধমানে পৌঁছাবে।
৫)বিকেল ৫ টা ১০ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে।
৬)ডানকুনি থেকে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে ছাড়বে। রাত ৮ টা ৫ মিনিটে বর্ধমানে পৌঁছাবে।
৭)সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে রাত ৯ টা ৫ মিনিটে।
৮)ডানকুনি থেকে রাত ৮ টা ৩০ মিনিটে ছাড়বে। রাত ১০ টায় বর্ধমানে পৌঁছাবে।

 

 

spot_img
spot_img

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...