Wednesday, January 14, 2026

দিল্লি বিজেপির লিগ্যাল সেলের গুরু দায়িত্বে সুষমা কন্যা!

Date:

Share post:

দিল্লি বিজেপির লিগ্যাল সেলের (Legal Cell) সহ-আহ্বায়কের দায়িত্ব পেলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) মেয়ে বাঁসুরি স্বরাজ (Bansuri Swaraj)। বাঁসুরি বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme court of India) আইনজীবী। তবে দিল্লি বিজেপির প্রধান হিসেবে বীরেন্দ্র সচদেব পূর্ণ সময়ের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাজ্য ইউনিটে নিযুক্ত করা হল বাঁসুরিকে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত শুক্রবারই বাঁসুরি স্বরাজকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানান হয়েছিল। পরে নিজেই বিষয়টি স্বীকার করেছেন সুষমা তনয়া। বাঁসুরি সাফ জানিয়েছেন বিজেপিকে তিনি আইনি বিষয়ে সাহায্য করবেন। তিনি জানান, এটা ঠিক যে আমাকে আনুষ্ঠানিকভাবে দিল্লি বিজেপির আইনি বিভাগের সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলের সেবা করার সুযোগ পাব আমি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ বিজেপির শীর্ষ নেতৃত্বকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, দিল্লি বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ২০০৭ সালে দিল্লির বার কাউন্সিলের সঙ্গে যুক্ত হন বাঁসুরি স্বরাজ। ১৬ বছর ধরে ওকালতি পেশার সঙ্গে যুক্ত। ইংরেজি সাহিত্যে স্নাতক। ওয়ারইউক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের পড়াশুনা। পাশাপাশি লন্ডনে বিপিপি -ল স্কুলে আইন নিয়ে পড়াশুনা করেছিলেন। লন্ডনের ইন ইনার টেম্পলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্যাথরিন কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশুনা শেষ করেন বাঁসুরি। মা সুষমা স্বরাজ ও বাবা স্বরাজ কৌশলের মেয়ে বাঁসুরি। বাবা ও মা দুজনেই একসময় আইন নিয়ে পড়াশুনা করেছেন। দুজনের সঙ্গেই রাজনীতির সরাসরি যোগাযোগ ছিল। সুষমা স্বরাজের মতই তাঁর স্বামী স্বরাজ কৌশলও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি মিজোরামের রাজ্যপালের দায়িত্বও পালন করেছিলেন। স্বরাজ কৌশল বর্তমানে দিল্লির নাম করা ক্রিমিনাল আইনজীবী।

 

 

spot_img

Related articles

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...