Tuesday, August 26, 2025

দিল্লি বিজেপির লিগ্যাল সেলের গুরু দায়িত্বে সুষমা কন্যা!

Date:

Share post:

দিল্লি বিজেপির লিগ্যাল সেলের (Legal Cell) সহ-আহ্বায়কের দায়িত্ব পেলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) মেয়ে বাঁসুরি স্বরাজ (Bansuri Swaraj)। বাঁসুরি বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme court of India) আইনজীবী। তবে দিল্লি বিজেপির প্রধান হিসেবে বীরেন্দ্র সচদেব পূর্ণ সময়ের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাজ্য ইউনিটে নিযুক্ত করা হল বাঁসুরিকে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত শুক্রবারই বাঁসুরি স্বরাজকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানান হয়েছিল। পরে নিজেই বিষয়টি স্বীকার করেছেন সুষমা তনয়া। বাঁসুরি সাফ জানিয়েছেন বিজেপিকে তিনি আইনি বিষয়ে সাহায্য করবেন। তিনি জানান, এটা ঠিক যে আমাকে আনুষ্ঠানিকভাবে দিল্লি বিজেপির আইনি বিভাগের সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলের সেবা করার সুযোগ পাব আমি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ বিজেপির শীর্ষ নেতৃত্বকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, দিল্লি বিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ২০০৭ সালে দিল্লির বার কাউন্সিলের সঙ্গে যুক্ত হন বাঁসুরি স্বরাজ। ১৬ বছর ধরে ওকালতি পেশার সঙ্গে যুক্ত। ইংরেজি সাহিত্যে স্নাতক। ওয়ারইউক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের পড়াশুনা। পাশাপাশি লন্ডনে বিপিপি -ল স্কুলে আইন নিয়ে পড়াশুনা করেছিলেন। লন্ডনের ইন ইনার টেম্পলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্যাথরিন কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশুনা শেষ করেন বাঁসুরি। মা সুষমা স্বরাজ ও বাবা স্বরাজ কৌশলের মেয়ে বাঁসুরি। বাবা ও মা দুজনেই একসময় আইন নিয়ে পড়াশুনা করেছেন। দুজনের সঙ্গেই রাজনীতির সরাসরি যোগাযোগ ছিল। সুষমা স্বরাজের মতই তাঁর স্বামী স্বরাজ কৌশলও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি মিজোরামের রাজ্যপালের দায়িত্বও পালন করেছিলেন। স্বরাজ কৌশল বর্তমানে দিল্লির নাম করা ক্রিমিনাল আইনজীবী।

 

 

spot_img

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...