মেঘ রোদের লুকোচুরিতে শৈল শহর ! এখনই কাটছে না বৃষ্টির ভ্রুকুটি

গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিতে (Rain) ভিজেছে পাহাড়ি এলাকা। তবে মঙ্গলবারের ছবিটা একেবারে অন্যরকম। মেঘলা আকাশেও সোনালী রোদের আভাস মেলায় দার্জিলিং জুড়ে ঝলমল করছে সবুজ সতেজতা।

উত্তরবঙ্গের আবহাওয়ায় (North Bengal Weather) বড়সড় পরিবর্তনের পূর্বাভাস আপাতত না মিললেও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী কয়েক দিন মেঘলা আকাশের মাঝেও রোদের ঝলক দেখতে পাবেন দার্জিলিংবাসী (People of Darjeeling)। গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিতে (Rain) ভিজেছে পাহাড়ি এলাকা। তবে মঙ্গলবারের ছবিটা একেবারে অন্যরকম। মেঘলা আকাশেও সোনালী রোদের আভাস মেলায় দার্জিলিং জুড়ে ঝলমল করছে সবুজ সতেজতা।

চৈত্রের শেষ লগ্নে বাংলার বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। টাইগার হিল থেকে শুরু করে ঘুম স্টেশন, সান্দাকফু থেকে শুরু করে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত একটা দারুণ সুন্দর সফর সূচি তৈরি করে এই মুহূর্তে অনেকেই দার্জিলিংয়ে নিজেদের ঠিকানা করেছেন। মাঝে বেশ কয়েকদিন বৃষ্টিতে কিছুটা হলেও নিরাশ হয়েছিলেন পর্যটকরা। মঙ্গলবার সকাল থেকে আকাশের রূপ বদলে খুশি প্রত্যেকেই।