Thursday, August 21, 2025

রাহুল বিতর্কে ভারতের উপর নজর রাখছে আমেরিকা, জানালেন বাইডেনের মুখপাত্র

Date:

Share post:

মোদি পদবি নিয়ে মন্তব্যে প্রথমে ২ বছরের শাস্তি। এরপর সাংসদ পদ খারিজ রাহুলের। বিরোধী নেতার বিরুদ্ধে এহেন পদক্ষেপের ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছে জাতীয় রাজনীতিতে। এরইমাঝে রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে আদালতের সেই মামলাটির উপর নজর রাখছে আমেরিকা(America))। মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল(Vedanta Patel) সোমবার রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে যে মামলা দায়ের হয়েছে তার উপর নজর রাখছে আমেরিকা।

সোমবার সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা যে কোনও গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা ভারতীয় আদালতে মিস্টার গান্ধীর মামলা দেখছি এবং আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারে ভারত সরকারের সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, “আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে আমাদের সম্পৃক্ততার মধ্যে, আমরা আমাদের উভয় গণতন্ত্রকে শক্তিশালী করার চাবিকাঠি হিসাবে গণতান্ত্রিক নীতির গুরুত্ব এবং মত প্রকাশের স্বাধীনতা সহ মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছি।”

পাশাপাশি মার্কিন মুখপাত্র আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এমন যেকোনও দেশে বিরোধী দলের সদস্যদের সঙ্গে সম্পর্ক রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য স্বাভাবিক এবং আদর্শ। উল্লেখ্য, “কেন সব চোরের উপাধি মোদি” মন্তব্যের জেরে ২০১৯ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল সুরাতের একটি আদালতে। সম্প্রতি সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের সাজা হয় রাহুল গান্ধীর। যার জেরে সাংসদ পদ খোয়াতে হয় রাহুল গান্ধীকে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...