Tuesday, May 13, 2025

বন্দে ভারত নিয়ে কড়া পদক্ষেপ রেলের, পাথর ছুঁড়লেই ৫ বছরের জেল!

Date:

Share post:

বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।অভিযুক্তরা ধরাও পড়েছে।কিন্তু প্রবণতা থামানো যায়নি।তাই বাধ্য হয়ে এ বার কঠোর সিদ্ধান্ত নিল রেল।এখন বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেল হবে। মঙ্গলবার এই সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ-মধ্য রেল।সবচেয়ে বেশি তেলঙ্গানায় বন্দে ভারত আক্রান্ত হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ৯বার হামলা চালানো হয়েছে।২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত উদ্বোধন হয়। তার পর থেকেই তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ-মধ্য রেল জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। রেলের আইনের ১৫২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ) সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে।
জন সচেতনতা বাড়াতে আরপিএফ নানা পদক্ষেপ করেছে ইতিমধ্যেই। যে সব গ্রামের পাশে রেললাইন রয়েছে, সেই সব গ্রামের গ্রামপ্রধানদের সঙ্গে যৌথ উদ্যোগে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, যে সব এলাকায় পাথর ছোড়ার ঘটনা বেশি ঘটেছে বা ঘটতে পারে, সেগুলি চিহ্নিত করে রেল সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে উদ্বোধনের পর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই দু’মাসে কমপক্ষে ১২ বার ঢিল মেরে বন্দে ভারত ট্রেনের কাচ ভাঙা হয়েছিল। পশ্চিমবঙ্গে বন্দে ভারতে ঢিল ছোড়ার ঘটনায় রাজনীতির অভিযোগ উঠলেও পরবর্তীকালে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও একধিক ঘটনা ঘটেছে।

 

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৩ মে মঙ্গলবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬৫ ₹ ৯৩৬৫০ ₹খুচরো পাকা সোনা ৯৪১৫ ₹ ৯৪১৫০...

অবসর নেওয়ার পরই বৃন্দাবনে বিরুস্কা

অবসর নেওয়ার একদিন পরেই বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি(Virat Kohli)। গত সোমবার টেস্ট ক্রিকেট(Test Cricket) থেকে অবসর নিয়েছেন ভারতীয়...

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি...

বন্ধ বিমান, বারুদের গন্ধ কাশ্মীরে, সেনাকে মনোবল দিতে এয়ারবেসে মোদি!

সোমবার থেকে ভারত-পাকিস্তানের সহমতিক্রমে সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারপরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে সন্দেহজনক ড্রোন প্রশ্ন তুলছে দুদেশের সমঝোতা...