Sunday, January 11, 2026

ভাঙা পায়েই নেত্রীর ধর্না মঞ্চে কুণাল, উঠে এসে উৎসাহ দিলেন মমতা

Date:

Share post:

এর আগে ভাঙা পা নিয়েই দলের কাজে হলদিয়ায় যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পায়ে অস্ত্রোপচারের পরেও কালীঘাটের তৃণমূলের বৈঠকে যোগ দেন তিনি। বৃহস্পতিবার সকালে হুইল চেয়ারেই রেড রোডের ধর্না মঞ্চে হাজির হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে দেখতে পেয়ে উঠে এসে উৎসাহ দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

উঠে এসে কুণালের স্বাস্থ্যের খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরাও এসে কথা বলেন তৃণমূল মুখপাত্রর সঙ্গে। সকলেই কুণালকে মঞ্চে উঠে বসার জন্য বলেন। কিন্তু ভাঙা পা নিয়ে দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা নিয়ে চিকিৎসকদের কিছু বিধি নিষেধ রয়েছে। ফলে মঞ্চে গিয়ে বসতে না পারলেও হুইলচেয়ারে বসেই নেত্রীর এই লড়াইয়ে নিজেকে মিশিয়ে দেন। মূল মঞ্চের বাঁ দিকের টেন্টে উপস্থিত দলের কর্মী – সমর্থকরাও কুণালকে দেখে শুভেচ্ছা জানান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। “আবার মাঠে নামতে হবে”।

বুধবার থেকে ধর্না শুরু করলেও ভিড়ের কারণে প্রথমদিন যেতে পারেননি কুণাল। একই কারণে উপস্থিত হতে পারেননি শহিদ মিনারে ছাত্র-যুব সমাবেশেও, যেখানে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন হুইল চেয়ারে করে হলেও নেত্রীর ধর্না মঞ্চে কিছুক্ষণের জন্য হলেও যেতে পেরে কুণাল নিজেও যথেষ্টই উৎসাহিত। ফুটবল পাগল কুণালের খেলতে গিয়েই পা ভাঙে কিছুদিন আগে। অস্ত্রোপচারের পর ডাক্তারের নির্দেশে এখন চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। তবে দলের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। এদিনও তাই ভাঙা পা নিয়েই ছুঁয়ে গেলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ।

 

 

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...