Sunday, November 16, 2025

অভিষেকের সুরেই সিবিআইকে বিঁ.ধলেন শাহ! মুখ বাঁচাতে সাফাই, মত বিরোধীদের

Date:

Share post:

যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজ লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সেই সিবিআইয়ের বিরুদ্ধেই এবার অভিযোগের আঙুল তুললেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাও আবার তাৎপূর্যপূর্ণভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অভিযোগের সুরেই। অমিত শাহের অভিযোগ, ইউপিএ জমানায় নাকি তাঁকেও নরেন্দ্র মোদির নাম বলার জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, মুখরক্ষা করতে এখন সাফাই দিচ্ছেন শাহ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার নিয়ে বলতে গিয়ে অমিত শাহের অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আমলের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তাঁকে CBI। গুজরাটের একটি ভুয়ো এনকাউন্টারের কেসে নাকি নরেন্দ্র মোদির নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। বুধবার বিকেলে শহিদ মিনারের কাছে তৃণমূল ছাত্র-যুবর সমাবেশে সিবিআইয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল নেতা মদন মিত্র এবং কুণাল ঘোষ যখন জেলে ছিলেন, তখন অভিষেকের নাম বলার জন্য তাঁদের উপর ‘চাপ’ সৃষ্টি করা হয়েছিল। অভিষেকের কথায়, ‘‘মদনদা জেলে ছিলেন। কুণাল ঘোষও জেলে ছিলেন। এঁদের বলা হয়েছিল, আমার নাম নিলেই ছেড়ে দেবে।’’

একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিরোধীদের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অপব্যবহারের’ অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত জানতে চাওয়া হয়। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুরেই শাহ বলেন বলেন, ‘‘মোদিজিকে ফাঁসানোর জন্য সিবিআই আমার উপর চাপ দিয়েছিল। তা সত্ত্বেও বিজেপি কখনও হইচই করেনি।’’

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি-সিবিআইকে ব্যবহার করছে মোদি সরকার- এই অভিযোগ করে অবিজেপি রাজনৈতিক দলগুলি। সেই অভিযোগ নস্যাৎ করতেই কি পাল্টা আগের জমানার উপর অভিযোগ দিতে চাইছেন অমিত শাহ। অর্থাৎ যে ক্ষমতায় থাকে, সেই কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধী দলের বিরুদ্ধে অব্যবহার করে, অর্থাৎ অপব্যবহার করে! কার্যত কী বিরোধীদের অভিযোগেই ঘুরে সমর্থন করলেন মোদি মন্ত্রিসভার সেকেন্ডম্যান! বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, মুখরক্ষা করতে এখন সাফাই দিচ্ছেন শাহ। এখন এটাই প্রশ্ন রাজনৈতিক মহলের।

 

 

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...