Sunday, November 16, 2025

প্রকৃত দোষীদের আড়াল করতেই NIA, শুভেন্দুর মামলার পাল্টা তোপ অভিষেকের

Date:

Share post:

শিবপুরের অশান্তির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। শিবপুরের যে এলাকায় অশান্তি হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়ের করার অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। সোমবার শুনানি হতে পারে।

বৃহস্পতিবারে রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরে অশান্তি হয়। তা নিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।শুক্রবারও সকালের দিকে শিবপুর থমথমে ছিল। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।রাজ্যের বিরোধী দলনেতা এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, এনআইএ-সিবিআইয়ের কাছে তদন্ত চলে গেলে প্রকৃত দোষীরা ধরা পড়বে না।এই কেন্দ্রীয় এজেন্সিগুলো কোল্ড স্টোরেজে চলে গিয়েছে।প্রকৃত দোষী যাতে শাস্তি না পায়, নামগুলো যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য এমন দাবি।

মিছিলে অশান্তির ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বেআইনিভাবে রুট পরিবর্তন করা হয়েছে।” কিন্তু সেই অভিযোগ খারিজ করেছেন বিজেপি নেতৃত্ব।পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নি সংযোগের ধারায় মামলা রুজু করেছে।

শুক্রবার সকাল থেকেই এলাকায় মোতায়েন বিশাল বাহিনী। রয়েছে RAF। খোলা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। বাজারে মোড়ে পুলিশ পোস্টিং।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।বিকেলের দিকে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে শিবপুর।এলাকায় শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা জারি হলেও, গাড়ি চলাচল শুরু হয়েছে। দোকানপাটও খুলেছে।

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...