Sunday, January 18, 2026

দশ মাসে মুক্তি, জেল থেকে বেরিয়েই বিজেপিকে এক হাত নিলেন সিধু

Date:

Share post:

দেশীয় রাজনীতিতে ফের সরগরম প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু (Navjot Singh Sidhu)। আসলে তিনি যে রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। ১৯৮৮ সালের এক ঘটনার জেরে হাজতবাস করতে হয় প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিধুকে। তিনি এবং তাঁর বন্ধু রুপিন্দর সিং (Rupindor Singh) সাধু রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যাওয়ায় এক বৃদ্ধ মারুতিচালক প্রতি*বাদ করেন। কথা কাটাকাটির সময় গুরনাম সিং নামের ওই বৃদ্ধকে সপাটে থাপ্পড় মারেন সিধু, মাথায় আঘাত পেয়ে মারা যান ওই বৃদ্ধ। সেই মামলায় অভিযুক্ত হন সিধু (Navjot Singh Sidhu)। সেইসময় সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেলেও পরবর্তীতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগে সিধুকে এক বছরের শাস্তি দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু কারাবাসে থাকাকালীন ভাল কাজ করায় ২ মাস কমে শাস্তির মেয়াদ কমে দাঁড়ায় ১০ মাস। অবশেষে সেই সময়সীমা সম্পূর্ণ হওয়ার পর জেল থেকে বেরিয়েই পদ্ম শিবিরকে এক হাত নিলেন সিধু। পাশাপাশি সক্রিয় রাজনীতিতে কামব্যাকের ইঙ্গিতও দিলেন প্রাক্তন ক্রিকেটার।

কারাবাসের মেয়াদ শেষে বাইরে এসেই রাহুল গান্ধীর (Rahul Gandhi)পাশে নভজ্যোৎ সিংহ সিধু। শুক্রবার টুইট করে জেল থেকে ছাড়া পাওয়ার কথা জানিয়েছিলেন সিধু নিজেই। শনিবার দুপুরে পাতিয়ালা সংশোধনাগার থেকে ছাড়া পান পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি। এরপরই দলের প্রতি নিজের দায়িত্ব আর আনুগত্য প্রকাশ করতেই কংগ্রেস কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দেন তিনি। এক সময় বিজেপিতে ছিলেন পরে কংগ্রেসে যোগ দেন। ২০২২ সালে দলীয় প্রতীক নিয়ে অমৃতসর (পূর্ব) বিধানসভা থেকে লড়াই করলেও জিততে পারেননি সিধু। এরপরই ৩৫ বছরের পুরনো এই মামলায় গত বছরের ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এবার জেল থেকে বেরিয়ে নিজেকে কি প্রাসঙ্গিক করতে চাইছেন সিধু, ওয়াকিবহল মহলের একাংশের ধারণা তাই।

 

spot_img

Related articles

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে...

SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে...

প্রথমবার লাইভে একসঙ্গে ‘দেশু’! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা রাজ-পত্নীর 

'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে...