Sunday, August 24, 2025

কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যে! কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

গত কয়েকদিনের বৃষ্টির পর রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে চলেছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না উত্তরের জেলাগুলি। হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ারও উন্নতি হবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে চলতি এপ্রিলেই দেশের পূর্ব ও পশ্চিম ও উত্তরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। জুন মাস পর্যন্ত এই অবস্থাই চলবে। আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডির তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে টানা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ২০২৩ সালের গ্রীষ্মে দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা চলবে।

আরও পড়ুন- রামনবমীকে কেন্দ্র করে উ.ত্তপ্ত বিহারও! নিরাপত্তার কারণে ‘শাহি সফর’ বাতিল বিজেপির

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...