আজ ২ এপ্রিল। আজকের দিনে ২০১১ সালে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতিয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে বিশ্বকাপ হাতে তুলেছিল টিম ইন্ডিয়া। তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেই শেষ ছয় আজও মনে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ১২ বছর পর সেই স্মৃতি উসকে দিল আইসিসি। আর ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিনে আইসিসি প্রকাশ করল আগামী বিশ্বকাপের লোগো। এদিন ২০২৩ একদিনের বিশ্বকাপের লোগো প্রকাশ করে আইসিসি।

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। আর তারই প্রচার এদিন শুরু করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় আইসিসি লিখেছে, মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের প্রতিযোগিতার ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেই দিনটিকেই বেছে নেওয়া হল। প্রকাশ করা হয়েছে ২০২৩ বিশ্বকাপের লোগো।

Twelve years to the day of MS Dhoni's six to win @cricketworldcup 2011, the tournament's 2023 brand has been unveiled 👀
More 👇https://t.co/MezfuOqUqq
— ICC (@ICC) April 2, 2023
সূত্রের খবর, আগামি ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারের একদিনের বিশ্বকাপ।ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দেশের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। মোট ৪৮টি ম্যাচ হবে বিশ্বকাপে।

এদিকে ২০১১ বিশ্বকাপ জয়ের দিনটি ১২ বছর পর আবারও ফিরিয়ে আনলেন ধোনি। চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছাড়ে, যেখানে নেট সেশনে ধোনি লং অনের উপর দিয়ে ছয় মারেন। আর সেই শটটি মনে করিয়ে দেয় সেই ২০১১ সালের আইকনিক ছক্কাটির কথা। আর এই ভিডিওর ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, “হোয়েন নস্টালজিয়া হিটস।” ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ধোনি ভক্ত থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা অনেকটাই পছন্দ করেছেন ভিডিওটিকে।

When nostalgia hits! 🥺💛#AndhaNaalGnyabagam #WhistlePodu #Yellove 🦁 @msdhoni pic.twitter.com/VVjdYd6VwE
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2023
আরও পড়ুন:লখনৌ-এর কাছে ম্যাচ হারের কারণ হিসাবে বোলিং-ব্যর্থতাকে তুলে ধরলেন দিল্লি কোচ
