Thursday, November 13, 2025

ভারতের বিশ্বকাপ জয়ের দিনে বিশেষ উপহার আইসিসির

Date:

Share post:

আজ ২ এপ্রিল। আজকের দিনে ২০১১ সালে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতিয় দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে বিশ্বকাপ হাতে তুলেছিল টিম ইন্ডিয়া। তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেই শেষ ছয় আজও মনে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ১২ বছর পর সেই স্মৃতি উসকে দিল আইসিসি। আর ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিনে আইসিসি প্রকাশ করল আগামী বিশ্বকাপের লোগো। এদিন ২০২৩ একদিনের বিশ্বকাপের লোগো প্রকাশ করে আইসিসি।

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। আর তারই প্রচার এদিন শুরু করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় আইসিসি লিখেছে, মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের প্রতিযোগিতার ব্র্যান্ডের উদ্বোধনের জন্য সেই দিনটিকেই বেছে নেওয়া হল। প্রকাশ করা হয়েছে ২০২৩ বিশ্বকাপের লোগো।

সূত্রের খবর, আগামি ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারের একদিনের বিশ্বকাপ।ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দেশের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। মোট ৪৮টি ম্যাচ হবে বিশ্বকাপে।

এদিকে ২০১১ বিশ্বকাপ জয়ের দিনটি ১২ বছর পর আবারও ফিরিয়ে আনলেন ধোনি। চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছাড়ে, যেখানে নেট সেশনে ধোনি লং অনের উপর দিয়ে ছয় মারেন। আর সেই শটটি মনে করিয়ে দেয় সেই ২০১১ সালের আইকনিক ছক্কাটির কথা। আর এই ভিডিওর ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, “হোয়েন নস্টালজিয়া হিটস।” ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ধোনি ভক্ত থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা অনেকটাই পছন্দ করেছেন ভিডিওটিকে।

আরও পড়ুন:লখনৌ-এর কাছে ম‍্যাচ হারের কারণ হিসাবে বোলিং-ব‍্যর্থতাকে তুলে ধরলেন দিল্লি কোচ


 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...