Thursday, August 28, 2025

শতরূপ-বিমান-সেলিমের বিরুদ্ধে কুণালের মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত

Date:

Share post:

শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে কুণাল ঘোষের মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত। এটি ক্রিমিনাল কেস। বুধবার শুনানির পর এই মর্মে নির্দেশ দিয়েছেন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কুণাল নিয়মমত হুইল চেয়ারে উপস্থিত ছিলেন এজলাসে। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।

সিপিএমের হোলটাইমার পরিচয় দিলেও বাবার টাকায় শতরূপের 22 লাখ টাকার গাড়ি কেনা নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি রাজ্য দপ্তরে বসেই কুণালকে বাবা তুলে আক্রমণ করেন শতরূপ। কখনও তিনি কুণালকে টেস্ট টিউব বেবি বলেন, কখনও বলেন কুণালের বাবার বেনামি সন্তান আছে। আদালতে অয়ন বলেন,” এই কুৎসা পার্টি অফিসে বসে হয়েছে। তাই এর দায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিতে হবে। তাঁরা পরে এসব কথার নিন্দা করেননি, উল্টে সেলিম খোলাখুলি সমর্থন করেছেন শতরূপকে। ফলে এঁদের ক্ষেত্রেও ধারাগুলি প্রযোজ্য। পুরো শুনানির পর বিচারক মামলাটি গ্রহণ করে বিচারযোগ্য বলে রায় দেন। এটির পরবর্তী শুনানি চলবে 19 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে।

পরে কুণাল বলে,” মামলা তো চলবেই। এরপর আরেকটা মামলা করব। কিন্তু সেই সঙ্গে আমার প্রশ্ন বিমান বসু, সেলিম, বিকাশ ভট্টাচার্যদের কাছে। রাজনীতির তর্কে কারুর বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবির মত বিজ্ঞানের অগ্রগতিকে অপমান তাঁরা সমর্থন করলেন কেন?” কুণালের মন্তব্য,” অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ধরণের ঔদ্ধত্য ও কুৎসিত কথাবার্তার নিন্দা করতেন। এসব চলতে দিতেন না। রাজনীতিতে তর্ক, আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতি বিমানদা, সেলিমদা প্রশ্রয় দিচ্ছেন।”

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...