প*র্নসাইটে স্বস্তিকা! হু*মকির মেল প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

একটি মেলে স্বস্তিকার ম্যানেজারের প্রতি অত্যন্ত অশা*লীন ভাষা প্রয়োগ করা হয়েছে বলে স্বস্তিকা আগেই অভি*যোগ করেছিলেন। এবার সেই মেইল তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।

রাজনীতি নয় টালিগঞ্জের চর্চায় ‘শিবপুর’ (Shibpur)। ইন্দো আমেরিকানা প্রোডাকশনের এই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মাসখানেকে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই প্রযোজকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অভিনেত্রী। দীর্ঘ একমাস ধরে ছবির আমেরিকা নিবাসী প্রযোজক সন্দীপ সরকার-এর (Sandeep Sarkar) হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে। এর জেরে থানায় অভিযোগও দায়ের করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর এবার প্রকাশ্যে আনলেন প্রযোজনা সংস্থার সেই মেইল।

পরম্ব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে স্বস্তিকার সঙ্গে কাজ করেছেন, যদিও এই নিয়ে তাঁর তরফ থেকে কোনও বক্তব্য মেলেনি। অভিনেত্রী জানান, ঠিক কোন ধরনের ভাষায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে, কোন ধরনের ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই তথ্য প্রকাশ করতেই এই পদক্ষেপ। স্বস্তিকার অভিযোগ ছিল, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা (Raveesh Sharma)নগ্ন ছবি পর্নসাইটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছেন। একজন মহিলার কাছে এটা যথেষ্ট আশঙ্কার কথা। পাশাপাশি একটি মেলে স্বস্তিকার ম্যানেজারের প্রতি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে বলে স্বস্তিকা আগেই অভিযোগ করেছিলেন। এবার সেই মেইল তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।

প্রযোজকের দাবি অভিনেত্রী বাড়তি টাকা চেয়েছেন। স্বস্তিকার পালটা বলছেন, “আমি চু্ক্তির বাইরে এক টাকা নিইনি।” প্রতিদিন ভোররাতে ‘প্রাণনাশের হুমকি মিলছে’ জানান স্বস্তিকা।রেহাই পাননি অভিনেত্রীর ম্যানেজারও। তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এরপরেই ছবির প্রচার পর্ব থেকে নিজেকে গুটিয়ে নিতে চান স্বস্তিকা। ঘটনার জল কতদূর গড়ায় সেটাই দেখার।