Wednesday, August 27, 2025

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে ক*ড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে কড়া পদক্ষেপ করার নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে বিধাননগর (Bidhannagar) পুরসভাকে। এই নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ১৫ মে মামলার (Case) পরবর্তী শুনানি। তার মধ্যেই এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

২০২০ সালে বিধাননগর পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সুমন দাস-সহ কয়েক জন হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। অভিযোগ, ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ নিয়ম মেনে করা হয়নি। এর প্রেক্ষিতে হাই কোর্ট নির্মাণের উপর নজর দিতে নির্দেশ দিয়েছিল পুরসভাকে। কিন্তু তা সত্ত্বেও সঠিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘‘বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে! প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল তাদের।’’ বেআইনি নির্মাণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। এই বিষয়ে এক মাসের মধ্যে পুরসভাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে আগামী দিনে বেআইনি নির্মাণ নিয়ে নজরদারিও করতে ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। পুরসভা এলাকায় নিয়মিত নজরদারি চালাবে তারা। নির্মাণ সংক্রান্ত কোনও বেনিয়ম নজরে এলেই পুরসভাকে সচেতন করবে সেই দল।

 

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...