অসম (Assam) সফরের গিয়ে যুদ্ধ বিমানে চড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শনিবার তেজপুরে (Tejpur) বায়ুসেনার ঘাঁটি থেকে সুখোই ৩০ (Sukhoi 30) এমকেআই যুদ্ধ বিমানে (MKI Fighter Jet) চড়েন তিনি। এদিন রাষ্ট্রপতির পরনে ছিল অ্যান্টি-গ্র্যাভেটি স্যুট। জানা গিয়েছে, ব্রহ্মপুত্র ও তেজপুর ভ্যালির উপর দিয়ে প্রায় ৩০ মিনিট আকাশেপথে সফর করেন তিনি। তারপর ফিরে আসেন বায়ুসেনার ঘাঁটিতেই। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে এ ধরনের সফর করলেন দ্রৌপদী। এর আগে ২০০৯ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও (Prativa Patil) সুখোই ৩০ বিমানে চড়েছিলেন। আর শনিবার সুখোই ৩০ যুদ্ধবিমানে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালাম (APJ Abdul Kalam), রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ও এই যুদ্ধবিমানে সফর করেছেন।

শনিবার সকালে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেজপুর এয়ার ফোর্স স্টেশনে পৌঁছান, যেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মহিলা ফাইটার পাইলটরাও। সামরিক বাহিনী, বিমান, নৌ ও সেনাবাহিনীর তিনটি শাখার সুপ্রিম কমান্ডার হওয়ায় রাষ্ট্রপতিকে সামরিক নীতি সম্পর্কেও অবহিত করা হয়। এরপরই সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সুখোই-৩০ তে আরোহণ করেন এবং তাঁকে নিয়ে আকাশে উড়ে যায় বিশেষ এই যুদ্ধবিমান। সূত্রের খবর, বায়ুসেনার ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমারকে এদিন বিমানটি চালাতে দেখা যায়। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার উপরে উড়তে থাকে ৩০ মিনিট ধরে। গতি ছিল প্রায় ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এদিন তেজপুর ঘাঁটির পরিদর্শক খাতায় রাষ্ট্রপতি লেখেন, এমন উড়ানের ব্যবস্থা করার জন্য আমি তেজপুরের বিমান ঘাঁটির সমস্ত সেনাদের অভিনন্দন জানাই। পাশাপাশি এদিন সুখোই সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে টুইটারে রাষ্ট্রপতি লেখেন, ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমানে ওড়া আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটা গর্বের বিষয় যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা আজ জল, স্থল এবং অন্তরীক্ষে সুদৃঢ় ভাবে প্রসারিত।


Expressing her appreciation, President Droupadi Murmu wrote in the visitor’s book," I congratulate the Indian Air Force and the entire team of Air Force Station Tezpur for organising this sortie." pic.twitter.com/qNCc9zZpk0
— President of India (@rashtrapatibhvn) April 8, 2023
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬ থেকে ৮ এপ্রিল অসম সফরে রয়েছেন। শনিবারই রাষ্ট্রপতি মুর্মুর অসম সফরের আজ শেষ দিন। আর শেষ দিনেই সুখোই ৩০ বিমানে চড়লেন রাষ্ট্রপতি। এর আগে ৭ এপ্রিল, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসব-২০২৩ উদ্বোধনের পাশাপাশি গুয়াহাটি হাইকোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন।
