Monday, January 12, 2026

ডিজের আওয়াজে অস্বস্তি হওয়ায় প্রতিবাদ করাই কাল হল অ.ন্তঃসত্ত্বার!

Date:

Share post:

পাশেই বাজছিল ডিজে। তাতেই কানঝালাপালা হওয়ার জোগাড়। তাই বাইরে বেরিয়ে প্রতিবাদ করেছিলেন অন্তঃসত্ত্বা এক মহিলা। কিন্তু তাঁর জানা ছিল না এই প্রতিবাদের পরিণতি এতটা মর্মান্তিক হতে পারে। প্রতিবাদ করতেই প্রতিবেশীর গুলিতে প্রাণ হারান মহিলা।প্রাণে বাঁচানো যায়নি গর্ভস্থ সন্তানেরও।

আরও পড়ুন:সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক ও ডাম্পারে ধাক্কা চারচাকার! নি*হত ৪

ঘটনাটি দিল্লির সিরসপুরের। মৃত মহিলার নাম রঞ্জু (৩০)। গত ৩ এপ্রিল তাঁর প্রতিবেশীর বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে ডিজের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, এত জোরে ডিজে বাজানো হচ্ছিল যে, অন্তঃসত্ত্বা মহিলা সমস্যায় পড়েছিলেন। তাঁর শরীরে অস্বস্তি হচ্ছিল। তিনি বাড়ির বারান্দায় বেরিয়ে এসে প্রতিবেশীকে ডেকে ডিজে বন্ধ করতে বলেন।

প্রতিবেশী যুবকের নাম হরিশ। তিনি সে দিন তাঁর পুত্রের মঙ্গলকামনায় বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন। পুজো উপলক্ষেই ডিজে বাজানো হচ্ছিল। অভিযোগ, পাশের বাড়ির বধূ ডিজের শব্দে বিরক্ত হয়ে প্রতিবাদ জানালে হরিশের মাথা গরম হয়ে যায়। তিনি রাগের মাথায় বন্ধুর কাছ থেকে একটি পিস্তল নিয়ে আসেন এবং অন্তঃসত্ত্বা মহিলাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। তাতেই প্রাণ হারান অন্তঃসত্ত্বা মহিলা।গুলি চালানোর ঘটনার খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হরিশকে তৎক্ষণাৎ গ্রেফতার করে। গ্রেফতার করা হয় হরিশের বন্ধু অমিতকেও। তাঁর কাছ থেকেই পিস্তল পেয়েছিলেন অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, গুলি লাগে মহিলার ঘাড়ে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে চিকিৎসকেরা জানান, তাঁর গর্ভস্থ সন্তানকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু মহিলাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন তাঁরা। শনিবার হাসপাতালেই মহিলার মৃত্যু হয়েছে।
মহিলার মৃত্যুর পর অভিযুক্ত হরিশ ও তাঁর বন্ধু অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া, ৩০৭, ৩৪ এবং অস্ত্র আইনের ২৭ নম্বর ধারাও এ ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে।

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...