ফের বাড়ল চাকরি হারাবার (Job Loss) আশঙ্কা। ২০২৩ সালের প্রথম মাসেই অন্তত ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai)। বুধবার গুগল (Google) কর্তা ফের বড় ছাঁটাইয়ের পরোক্ষ আভাস দিয়েছেন।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে গুগলের কাজে অনেক উন্নতি হয়েছে। কিন্তু ছাঁটাই এর তালিকাটাও বেশ লম্বা। জানুয়ারিতে ১২ হাজার কর্মী গুগল থেকে বরখাস্ত হয়েছিলেন। বুধবার গুগলের সিইও সুন্দর পিচাই সাফ জানিয়ে দেন সংস্থার দক্ষতা অন্তত ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে গুগলের। সেক্ষেত্রে কর্মী ছাঁটাই করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। আসলে সাশ্রয়ীভাবে যেন সংস্থার কাজ চলতে পারে সেদিকে নজর রেখে এগোনো দরকার বলে জানান গুগল কর্তা। ঠিক এই জায়গা থেকেই আশঙ্কা বাড়ছে। আনুমানিক ১২ হাজার কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়ার সময় সুন্দর বলেন, “এমন সিদ্ধান্তের জন্য আমি অত্যন্ত দুঃখিত।” এইবারও কি সেরকম কোনও সম্ভাবনা বাড়ছে? জল্পনায় গুগল কর্মীরা।