Thursday, January 15, 2026

আইআইটি মুম্বইয়ের ছাত্র মৃ.ত্যু ঘিরে বাড়ছে রহস্য! তদন্তকারী দলকে চিঠি পরিবারের

Date:

Share post:

মুম্বই আইআইটির (IIT Mumbai) ছাত্র দর্শন সোলাঙ্কির (Darshan Solanki) মৃত্যু ঘিরে উঠে আসছে একের পর এক রহস্য। ইতিমধ্যে মুম্বই পুলিশের (Mumbai Police) বিশেষ তদন্তকারী দল (SIT) আরমান খাত্রী নামে এক পড়ুয়াকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে সোলাঙ্কিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। এবার মৃত পড়ুয়ার বাবা চিঠি দিলেন মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী দলকে। তিনি অনুরোধ জানিয়েছেন বিষয়টি যেন জাতিগত বৈষম্যের দিক থেকে গুরুত্ব সহকারে বিচার করা হয়। পাশাপাশি চিঠিতে, সোলাঙ্কির বাবা রমেশ আরও জানিয়েছেন, তাঁর ছেলে আইআইটি মুম্বইতে লেখাপড়া করার সময় অর্থাৎ ছাত্র থাকাকালীন তাঁকে জাতপাতের কারণে হয়রানির সম্মুখীন হয়েছিল। এরপরই চিঠিতে মৃতের বাবা তাঁর ছেলের ইলেকট্রনিক ডিভাইসের ক্লোন কপি (Clone Copy) পরিবারকে ফেরত দেওয়ারও অনুরোধ জানিয়েছেন।

আরমানও মুম্বই আইআইটির ছাত্র। ছাত্রাবাসে দর্শন এবং আরমান একই তলে থাকতেন বলে জানা গিয়েছে। দর্শন সুইসাইড নোটে আরমানের নাম লিখেছিলেন। এক প্রবীণ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আরমানকে আগেভাগে ডেকে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল। কিন্তু আরমান পুলিশের সামনে মুখ খুলছেন না। এই কারণে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। তাই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, কোনও কারণে আরমানের সঙ্গে দর্শনের ঝামেলা চলছিল। আর সেই থেকেই এই মর্মান্তিক পরিণতি। পুলিশ দর্শনের আত্মহত্যার মামলার তদন্তে নেমে তাঁর একাধিক সহপাঠীর সঙ্গে কথা বলছে। তা থেকে পুলিশ জানতে পেরেছে, আত্মহত্যার ঘটনার ঠিক ৫ দিন আগে আরমানের জাত তুলে কিছু মন্তব্য করেছিলেন দর্শন। যা ভাল ভাবে নেননি আরমান। তারপর থেকেই ভয়ে ভয়ে থাকতেন দর্শন। তাঁর বন্ধুদের দাবি, বিষয়টি মিটমাট করে নিতে দর্শন ও আরমান রাগ ভুলে দু’জন দু’জনকে জড়িয়েও ধরেন। কিন্তু দর্শনের ভয় কমেনি। পরিস্থিতি এমনই হয় যে, দর্শন হোস্টেল থেকে আমদাবাদের বাড়িতে চলে যেতে চেয়েও পারেননি। কারণ, আরমানের নিকটাত্মীয়দের বাড়িও একই শহরে। তাই বাড়ি ফিরলেও মার খাওয়ার ভয় ছিল। এরই মধ্যে দর্শন আত্মঘাতী হন।

তবে ছেলের মৃত্যুর পর দর্শনের পরিবারের দাবি ছিল, দর্শনকে তাঁর জাত তুলে অপমান (Caste Discrimination) করা হত। সেই যন্ত্রণা থেকেই দর্শন নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও দর্শনকে তাঁর জাত তুলে কেউ অপমান করেছেন এমন ঘটনার কথা তাঁর বন্ধুরাও মানেননি। তবে ঠিক কী কারনে মৃত্যু তার তদন্ত করছে পুলিশ।

 

 

spot_img

Related articles

ভোটের আগে রিস্ক-ফ্রি কমিটি বিজেপির! জেলা ইনচার্জ পদে পুরোনোতে আস্থা 

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির স্ট্যাটেজি ঠিক করতে মাথার ঘাম পায়ে ফেলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি।...

আইপ্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি, শীর্ষ আদালতে নজর রাজনৈতিক মহলের

কলকাতায় আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের (ED raid in ipac office) জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। বুধবার হাইকোর্টে...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...