Wednesday, December 24, 2025

নির্বাচনের আগেই ফুল বদল! গেরুয়া ছেড়ে এবার হাত শিবিরে কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

Date:

Share post:

কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election) প্রার্থীতালিকায় নাম নেই। সেই ক্ষোভেই আগেভাগে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Ex Deputy CM Laxman Savadi)। এবার ফুল বদলে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে (Bengaluru) রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাভাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে কংগ্রেসের নেতাদের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বৈঠক।

এদিকে লক্ষ্মণ সাভাদিকে দলে স্বাগত জানিয়ে কর্নাটকের কংগ্রেস নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছে, এমন মহান নেতাদের দলে জায়গা দেওয়া তাঁদের কর্তব্য। আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপির তরফে প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি ক্ষোভপ্রকাশ করেন এবং বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সূত্রের খবর, লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করতে পারে কংগ্রেস। তবে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেন, ৯ বা ১০ জনের বেশি বর্তমান বিধায়ক আমাদের দলে যোগ দিতে চান কিন্তু আমাদের দলে এই মুহূর্তে জায়গা নেই।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ১৮৯ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন গত বিধানসভা নির্বাচনে জয়ী বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। পরিবর্তে, তালিকায় দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে বিজেপি ছাড়েন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার আগামী ১০ মে ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ মে।

 

 

spot_img

Related articles

শান্তনুর ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতাবালার

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ 'বিজেপির গুন্ডা বাহিনী' দিয়ে মমতাবালা...

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...

বিজয় হাজারেতে রাজকীয় ব্যাটিং রোহিতের, শতরানে বিরাট রেকর্ড কোহলির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat kohli...

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...