Sunday, May 11, 2025

নির্বাচনের আগেই ফুল বদল! গেরুয়া ছেড়ে এবার হাত শিবিরে কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

Date:

Share post:

কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election) প্রার্থীতালিকায় নাম নেই। সেই ক্ষোভেই আগেভাগে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Ex Deputy CM Laxman Savadi)। এবার ফুল বদলে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে (Bengaluru) রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাভাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে কংগ্রেসের নেতাদের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বৈঠক।

এদিকে লক্ষ্মণ সাভাদিকে দলে স্বাগত জানিয়ে কর্নাটকের কংগ্রেস নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছে, এমন মহান নেতাদের দলে জায়গা দেওয়া তাঁদের কর্তব্য। আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপির তরফে প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি ক্ষোভপ্রকাশ করেন এবং বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সূত্রের খবর, লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করতে পারে কংগ্রেস। তবে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেন, ৯ বা ১০ জনের বেশি বর্তমান বিধায়ক আমাদের দলে যোগ দিতে চান কিন্তু আমাদের দলে এই মুহূর্তে জায়গা নেই।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ১৮৯ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন গত বিধানসভা নির্বাচনে জয়ী বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। পরিবর্তে, তালিকায় দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে বিজেপি ছাড়েন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার আগামী ১০ মে ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ মে।

 

 

spot_img

Related articles

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...

সাক্ষাৎ করতে চান: শুনেই পাকিস্তানে আটক জওয়ান পুর্নম কুমারের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থেমেও থামছে না। আর এই পরিস্থিতি কতটা উদ্বেগের মধ্যে ফেলছে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পুর্নম...

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl)...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...