Saturday, May 17, 2025

এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের

Date:

Share post:

সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল এফসি। এদিন দু’গোলে এগিয়ে থেকেও আইজল এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। এরফলে কনস্ট‍্যান্টাইনের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল লাল-হলুদের।

আবারও ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল ২-২ গোলে। হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল। কমলজিৎ নিশ্চিত কিছু গোল না বাঁচালে সুপার কাপের শেষ ম্যাচেও হেরে যেতে হত ক্লেইটনদের। ম‍্যাচের ১৭ মিনিটে নাওরেম মহেশ সিং-এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে উঠে আসা মহেশ ফাঁকায় দাঁড়ানো সুমিত পাসিকে বল দিতে গেলেও গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায়। ২১ মিনিটে দ্বিতীয় গোল পাসির। ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস রাখেন ভিপি সুহের। গোলরক্ষককে এড়িয়ে হেডে গোল করে যান সুমিত। প্রথমার্ধে বারেবারে ইস্টবেঙ্গল রক্ষণে সমস্যা তৈরি করেন ডেভিড। বিরতির একেবারে শেষদিকে আইজলের হয়ে ১-২ করেন রুইটিয়া। ৪০ মিনিটের পর থেকেই বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন কিমকিমারা। ৪২ মিনিটে পরপর দুইবার দলের নিশ্চিত পতন রক্ষা করলেও তৃতীয় শট রুখতে পারেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ। ৪২ মিনিটে ব্যবধান কমায় আইজল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় আইজল। প্রথমার্ধে দারুণ খেলা ডেভিড গোল করে সমতা ফেরান। এগিয়ে আসা কমলজিৎকে দেখে চিপ করেন ডেভিড। ইস্টবেঙ্গল গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়ান আইজল ফুটবলার। ৭২ মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ায় আইজল। যদিও অফসাইডের জন্য গোল বাতিল হয়। শেষদিকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গলও। পেনাল্টি বক্সের মধ্যে আইজল ডিফেন্ডারের হাতে বল লাগলেও দেখতে পাননি রেফারি।

আরও পড়ুন:বেড়ে চলেছে তিক্ততা, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে আনফলো বিরাটের

 

spot_img

Related articles

ইট দিয়ে খুন! ১৪ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্তর 

১৪ বছর আগের খুনের মামলায় অবশেষে চন্দননগর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন কাশিনাথ মণ্ডল। শনিবার ফাস্ট ট্র্যাক কোর্টের...

ইউটিউবার থেকে বিধবা মহিলা, তথ্য পেতে জাল পাতা পাকিস্তানের

কাশ্মীরেই আর শুধুমাত্র নিজেদের গুপ্তচরের জাল পাতায় সীমাবদ্ধ থাকেনি পাকিস্তান। পঞ্জাব, হরিয়ানাতেও গুপ্তচর রেখেছিল পাকিস্তান। আর সেই কাজে...

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...