Thursday, August 28, 2025

“মুকুল নিখোঁজ রহস্য”! শুভ্রাংশুর বাবার খোঁজে দিল্লি গেল পুলিশ, বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

আচমকা উধাও মুকুল রায়। কলকাতা থেকে বিমানে গতকাল, সোমবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন এই বর্ষীয়ান রাজনৈতিক নেতা। বিষয়টি নাকি জানতেন না ছেলে শুভ্রাংশু রায়। কে বা কারা মুকুল রায়কে দিল্লিতে নিয়ে গেল সেটা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। শুভ্রাংশু নিখোঁজ ডায়েরি করেছেন।

শুভ্রাংশুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ দেখে জনা চারেক সন্দেহভাজককে শনাক্তকরণও হয়েছে। বিজেপি নেতা পীযূষ কোনোডিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিজেপির দক্ষিণ দমদম মণ্ডলের নেতা পীযূষ কানোরিয়াকে তলব করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। বাকিদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

এদিন পুলিশেরর একটি টিম দিল্লিও গিয়েছে বলে জানা গিয়েছে। মুকুল রায়ের সঙ্গে তারা কথাবার্তা বলবেন। মুকুল রায় নিখোঁজ এই মর্মে শুভ্রাংশু রায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ব্যক্তিগত কারও নাম উল্লেখ করেননি। তবে আলাদাভাবে পুলিশকে জানিয়েছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে বলে খবর।

মুকুল রায়ের দিল্লিযাত্রার পিছনে কি বিজেপি নেতা যুক্ত? কিছু সূত্র মারফত পুলিস বিষয়টি জানতে পেরেই ডেকেছে পীষূষকে। সে কারণেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাবার দিল্লি যাওয়ার পিছনে রয়েছে, বড় অঙ্কের টাকার খেলা দাবিও করেন শুভ্রাংশু। তাঁর কথায়, ‘আমার সঙ্গে এখনও বাবার কোনও যোগাযোগ হয়নি। বাবা অসুস্থ, হাতে টাকা নেই। তিনি কীভাবে দিল্লির যাওয়ার জন্য বিমানের টিকিট কাটবেন? এর পিছনে বড় টাকার খেলা আছে।’

আরও পড়ুন- মুকুল রায়কে নিয়ে আর কেউ ভাবে না, মন্তব্য দিলীপের

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...