Tuesday, August 26, 2025

দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে: মুকুল ইস্যুতে এবার মুখ খুললেন মদন

Date:

Share post:

মুকুল রায়ের(Mukul Roy) দিল্লি যাত্রায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এদিন দিল্লি থেকে সংবাদমাধ্যমকে মুকুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতেই থাকতে চান। তবে মুকুলের এই রাজনৈতিক পাল্টি নিয়ে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল(TMC) বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তাঁর দাবি, ‘দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে’। পাশাপাশি এটাও জানালেন, মুখ খোলার জন্য দল যদি তাকে শোকজ করে তবে তাতেও তিনি রাজি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে। গত বছর ২১শে জুলাই মমতা অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপিতে চলে গিয়ে সব খবর দিয়ে তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে।” একইসঙ্গে মদন বলেন, “এটা শুভেন্দু অধিকারীর গেম প্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।” এরপরই সুর চড়িয়ে মদন বলেন, মুকুলকে কেনই বা নিয়ে আসা হল, কেন এত মুকুল মুকুল হচ্ছে!

এছাড়াও মুকুলের দিল্লিযাত্রা নিয়ে তদন্তের দাবিও তুলেছেন মদন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি চাইব মুকুলের হঠাৎ কী হল, সেই তদন্তের দায়িত্ব সিবিআই-ইডিকে দেওয়া হোক। সব কিছুই যখন সিবিআই-ইডি তদন্ত করছে, তখন ওরা বার করুক যে মুকুলকে কারা দিল্লিতে নিয়ে গেল। মুকুল শুধু এই দেশের একজন নাগরিক নন, প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক।”

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...