Tuesday, November 11, 2025

‘সারপ্রাইজ নয়, মোটিভেশনাল ভিজিট’! সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর জানালেন রাজ্যপাল

Date:

Share post:

সংস্কৃত বিশ্ববিদ্যালয় (Sanskrit University) পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। বৃহস্পতিবার সকালে আচমকাই রাজ্যপাল পৌঁছে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এদিন মূলত বিশ্ববিদ্যালয়ের কী কী সমস্যা আছে তার খোঁজখবর নিতেই রাজ্যপাল কথা বলেন উপাচার্য ও অন্যান্য অধ্যাপক ও কর্মীদের সঙ্গে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসতেন, সেখানে গিয়ে কিছুক্ষণ বসেন তিনি। প্রণাম করেন বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) মূর্তিতেও। এরপরই ঘরটির সংরক্ষণ এবং আধুনিকীকরণের প্রয়োজন আছে বলেও জানান রাজ্যপাল। এছাড়াও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাইব্রেরির (Library) আধুনিকীকরণের যে কাজ চলছে, সেই কাজও এদিন সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। সূত্রের খবর, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (Governing Body) তৈরি করার নিয়ম নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে উপাচার্যের। উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় জানান, রাজ্যপাল সব ঘুরে দেখেছেন। ঐতিহ্যবাহী লাইব্রেরির কাজ সুষ্ঠভাবে করতে কমিটি গঠন করার কথাও বলেছেন। ২০২৪-এ ২০০ বছর পূর্তি হবে এই বিশ্ববিদ্যালয়ের। সে ব্যাপারেও এদিন আলোচনা হয়েছে।

তবে এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, এটা সারপ্রাইজ ভিজিট নয়, মোটিভেশনাল ভিজিট। বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত সমাধানের বিষয়ে কথা হয়েছে। রাজ্যপাল আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর বসতেন। আমি মনে করি এখান থেকেই রেনেসাঁ শুরু হয়েছিল। আগামীদিনে ফের এই বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

 

 

 

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...