Tuesday, November 11, 2025

নির্বাচনের আগে আচমকাই অসুস্থ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী! চিন্তায় JDS নেতা-কর্মীরা

Date:

Share post:

কর্নাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election) হতে আর হাতে গোনা সপ্তাহ দুয়েক বাকি। ইতিমধ্যে সমস্ত আসনে প্রার্থী ঘোষণাও করেছে দল। জোরকদমে চলছে প্রচার। আর এমন পরিস্থিতিতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি প্রবল শারীরিক ক্লান্তি ও দুর্বলতা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। জেডিএস সুপ্রিমো (JDS Supremo) বর্তমানে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে (Bengaluru Manipal Hospital) চিকিৎসাধীন। তবে হাসপাতাল সুত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর আচমকাই নির্বাচনের আগে জেডিএস সুপ্রিমোর অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েন তাঁর দলের নেতা-কর্মীরা।

পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ ছিল কুমারস্বামীর। শনিবার দুপুর থেকে প্রবল জ্বর আসে। তারপরই শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্বাভাবিক ক্লান্তি এবং সামগ্রিক দুর্বলতা থাকলেও বর্তমানে জ্বর নেই তাঁর। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হয়েছে। আপাতত তাঁকে ওষুধের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ হবে। দক্ষিণ ভারতের রাজ্যের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে কংগ্রেস (Congress), বিজেপি (BJP) ও জেডিএস (JDA)-এর মধ্যে। ২০১৮ সালে নির্বাচনের ফল প্রকাশের পর কর্নাটকের ক্ষমতা দখল নিয়ে টান টান নাটকের সাক্ষী ছিল গোটা দেশ। শেষমেশ কংগ্রেসের সমর্থনে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুমারস্বামী। কিন্তু সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি। জেডিএস-কংগ্রেসের সরকার ফেলে বিজেপি সরকার গঠন করে কর্নাটকে। ২২৪ আসনের কয়েকটি বাদে বাকি আসনে প্রার্থী দিয়েছে জেডিএস। কুমারস্বামী নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছান্নাপাটান্না বিধানসভা কেন্দ্র থেকে।

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...