Sunday, November 9, 2025

অক্ষয় তৃতীয়ায় মহেশে জগন্নাথ দেবের চন্দনযাত্রা, সূচনা এ বছরের রথযাত্রার

Date:

Share post:

রীতি মেনে অক্ষয় তৃতীয়ার সকালে চন্দন যাত্রা উৎসব পালিত হল হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরে (Jagannath Mandir)। রবিবার সকালে ৬২৭ বছরের প্রাচীন মন্দিরে এ বছরের রথযাত্রারও সূচনা হল। এদিন যেখানে যত জগন্নাথ মন্দির আছে, সেখানেই চন্দন যাত্রা উৎসব পালিত হয়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মাহেশে ভক্তদের ঢল নেমেছিল। দলে দলে ভক্তরা প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা প্রত্যক্ষ করেন। তার সঙ্গে হয় অক্ষয় তৃতীয়ারও বিশেষ পুজোপাঠ।

মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikari) জানান, তাঁদের রীতি মেনে বছরের চারটি দিন খুব শুভ। এর মধ্যে রয়েছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের প্রথম দিন এবং বিজযা দশমী। তাঁদের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু হয় সবই অক্ষয় হয়ে যায়। যা ভালো করলেও সেটা অক্ষয় হয় কোন খারাপ কাজ করলেও অক্ষয় হয়।

পুরাণ অনুযায়ী, এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল। মহাভারতের সূচনা হয়েছিল। এদিন সত্যযুগ শুরু হয়েছিল এবং এই দিনই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবেরও শুরু হয়। তাই এই দিনটি বিশেষভাবে পালিত হয়। সকাল থেকেই ভক্তরা মন্দিরে এসে চন্দন বেটেছেন এবং সেই চন্দন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কপালে লেপে দেওয়া হয়েছে।

৬২৭ বছর ধরে মাহেশের বিগ্রহ দারুব্রহ্ম বা নিম কাঠের তৈরি। ৬২৭ বছর ধরে এই মূর্তিকেই পুজো করা হচ্ছে। এই চন্দন যাত্রা পর্ব চলবে আগামী ৪২ দিন। ৪২দিন পরেই শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। বলতে গেলে এই দিন থেকেই রথযাত্রার সূচনা পর্ব শুরু হয়ে গেল। তাই ভক্তরা এসে পুজো-প্রার্থনা করেছেন।

আরও পড়ুন:কমছে দানের পরিমাণ! বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের প্রণামীর হারে ‘রেকর্ড’ পতন

 

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...