পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরেও নজির গড়লেন রোহিত

শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে ৪৪ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় ছক্কা মারার সঙ্গে ২৫০ ছক্কার নজির গড়েছেন রোহিত।

শনিবার পাঞ্জাব কিংসের কাছে ম‍্যাচ হারলেও অনন্য নজির গড়েন রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসাবে আইপিএলে ২৫০ ছক্কা মারার নজির গড়লেন তিনি। এক্ষেত্রে ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে।

শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে ৪৪ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় ছক্কা মারার সঙ্গে ২৫০ ছক্কার নজির গড়েছেন রোহিত।এখনও পযর্ন্ত আইপিএলে ২২৮ ইনিংসে ২৫০ ছক্কা মেরেছেন রোহিত। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার নজির ছিল ধোনির দখলে। এখনও পযর্ন্ত ২১০ ইনিংসে ২৩৫টি ছক্কা মেরেছেন তিনি। তারপরে রয়েছেন বিরাট কোহলি। এখনও পযর্ন্ত ২২১ ইনিংসে তাঁর ছক্কার সংখ্যা ২২৯। আইপিএলে এখনও পর্যন্ত সব থেকে বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেল। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন তিনি। তারপরে রয়েছেন এবি ডিভিলিয়ার্স।

আরও পড়ুন:‘অর্শদীপের কাছেই ম‍্যাচ হারলাম’, পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরে বললেন রোহিত

 

Previous articleকমছে দানের পরিমাণ! বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের প্রণামীর হারে ‘রেকর্ড’ পতন
Next articleঅক্ষয় তৃতীয়ায় মহেশে জগন্নাথ দেবের চন্দনযাত্রা, সূচনা এ বছরের রথযাত্রার