ভারতের অন্যতম সেরা শিল্পপতি রতন টাটাকে এবার বিদেশেও সেরা সম্মান দেওয়া হল। ভারতীয় এই বিজনেস টাইকুনকে অস্ট্রেলিয়ান সরকারের তরফে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে। টুইটারে একথা জানিয়েছেন, ভারতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ ফারেল। রতন টাটাকে ‘ব্যবসা, শিল্প এবং জনহিতৈষী’ ক্ষেত্রে অন্যতম সেরা বলে অভিহিত করা হয়েছে। ভারতের পাশাপাশি রতন টাটার অবদান অস্ট্রেলিয়াতেও যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে তাও মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। রতন টাটাকে সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে দেওয়া হয়েছে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ পুরস্কার।
আরও পড়ুনঃমোবাইলে গেম খেলতে গিয়ে মর্মা*ন্তিক পরিণতি শিশুকন্যার!
টুইটারে রতন টাটা অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং জনহিতৈষী ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই কারণেই অস্ট্রেলিয়ার তরফে তাঁকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে একজন অনারারি অফিসার হিসাবে সম্মানিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত লিখেছেন, এই সম্মান রতন টাটাকে দিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে ফারেল তার টুইটে রতন টাটাকে সম্মান জানিয়ে একটি ছবিও শেয়ার করেছেন। টাটা পাওয়ার ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেডের রাহুল রঞ্জনও তাঁর লিঙ্কডইন পোস্টে ওই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।
