ধর্নায় থাকা কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে পাশে থাকার বার্তা দিলেন তিনি। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের পাশে দাঁড়িয়েছেন অলিম্পিক্সে সোনা জয়ি নীরজ চোপড়াও। যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন,” আমাদের সবার এই কুস্তিগিরদের পাশে থাকা উচিত। যারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমাদের ক্রীড়াবিদরা দেশের গর্ব। তারা চ্যাম্পিয়ন। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে। ন্যায়বিচারকে মূল্য দিতে হবে। সত্যের জয় হবেই।”

We must all stand with the wrestlers who are protesting. They are speaking in one voice.
Our sportspersons are the pride of our nation. They are champions.
The guilty must be brought to book, irrespective of their political affiliation. Justice must prevail. Truth must win
— Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2023
এদিকে নীরজ চোপড়া কুস্তিগিরদের পাশে থেকে সোশ্যাল মিডিয়ায় লেখেন,” ন্যায় বিচারের দাবিতে আমাদের দেশের ক্রীড়াবিদদের এভাবে রাস্তায় নামতে দেখে দুঃখ হচ্ছে। আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বমঞ্চে আমাদের গর্বিত করতে তাঁরা অনেক পরিশ্রম করেছেন। একটি জাতি হিসাবে, আমাদের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা করা। তা সে ক্রীড়াবিদ হোক বা না হোক। যা হয়েছে, তা হওয়া উচিৎ নয়। এটা খুবই সংবেদনশীল একটি বিষয়। এবং নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে এই নিয়ে পদক্ষেপ করা উচিত। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

— Neeraj Chopra (@Neeraj_chopra1) April 28, 2023
আরও পড়ুন: কেন ক্রিকেটার-ব্যাডমিন্টন খেলোয়াড়রা এগিয়ে আসছেন না? প্রশ্ন তুললেন ধর্নায় থাকা কুস্তিগিররা
