ফের হার কলকাতার, গুজরাতের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল

ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেনে গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল। গুজরাতের হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব‍্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব‍্যর্থ গেল গুরবাজের ৮১ রান।

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এদিন বৃষ্টির জন‍্য ম‍্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কেকেআর। নাইটদের হয়ে ৮১ রান করেন গুরবাজ। ৩৪ রান করেন রাসেল। ১৯ রান করেন জগদীশন। ১১ রান করেন ভেঙ্কটেস আইয়র। গুজরাতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন লিটল এবং নুর আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। গুজরাতের হয়ে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ৪৯ রান করেন শুভমন গিল। ১০ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩২ রানে অপরাজিত মিলার। ২৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন হরশিত রানা, আন্দ্রে রাসেল এবং সুনীল নারীন।

আরও পড়ুন:আবারও বিস্ফোরক শাস্ত্রী, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন তিনি