Saturday, May 3, 2025

শুভেন্দুর রক্ষাকবচ সহ দুটি মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা
শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টে দ্রুত শুনানি হচ্ছে না, জানিয়ে দু’বার সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় রাজ্য। শীর্ষ আদালত সেই মামলা হাইকোর্টেই ফেরত পাঠায় এবং দ্রুত শুনানির জন্য নির্দেশ দেয়। এ প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ”সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে যেন মামলাকারির জন্যই শুনানিতে দেরি হয়েছে। কিন্তু এই আদালত দেখেছে যে কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়”। এরপরই হাইকোর্টে শুভেন্দু অধিকারীর সুরক্ষাকবচ এবং কাঁথি দুর্নীতি সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি মান্থা। নতুন কোন বিচারপতির এজলাসে এই মামলা যায় এখন সেদিকেই নজর সকলের। কারণ, শুভেন্দুর রক্ষাকবচের মামলাটি খুব তাৎপর্যপূর্ণ। মামলার দ্রুত শুনানি হলে বিরোধী দলনেতা রক্ষাকবচ নিয়ে সঙ্কটে পড়তে পারেন বলেও মনে করে আইনজ্ঞদের একটি অংশ।

তবে এই প্রথম নয়, এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়ে ছিলেন বিচারপতি পার্থসারথি সেন। এবার বিচারপতি রাজাশেখর মান্থা সরে দাঁড়ানোর বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। মামলা থেকে সরে দাঁড়ানোর আগে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, “দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই, আদালতে আরও ৫৩ জন বিচারপতি আছেন, মামলা অন্য কোনও এজলাসে পাঠানো হোক”!

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুধু তাই নয়, শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন মান্থা। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তার প্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, রাজ্য সরকারকে আগের নির্দেশে রদবদলের জন্য হাইকোর্টেই আবেদন জানাতে হবে। তারপরই এদিন দুটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন মান্থা।

 

 

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...