কর্নাটকে(Karnataka) ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস(Congress)। যার জেরে উত্তাল হয়েছে দক্ষিনের রাজনীতি। কর্নাটকের পর এই বিতর্ক এবার উঁকি দিল ছত্তিশগড়ে(Chattishgar)। এক ভিডিওর প্রসঙ্গ তুলে সঙ্ঘ পরিবারের সংগঠন বজরং দলকে(Bajrang Dal) নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)। জানালেন প্রয়োজনে বজরংদলকে নিষিদ্ধ করার বিষয়ে ভাবনাচিন্তা করবে সরকার।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক কিশোর নিজেকে বজরং দলের সদস্য বলে দাবি করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে রীতিমতো গালিগালাজ করেন। এরপরই এই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বজরং দলকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। জানান, প্রয়োজন হলে ছত্তিশগড় সরকার বজরং দলকে নিষিদ্ধ করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করবে।
উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে কট্টর সংগঠন বজরং দল ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইকে নিষিদ্ধ করা হবে। কংগ্রেসের এহেন প্রতিস্রুতির পর বজরং দলের হয়ে ব্যাটন ধরেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আগে রামের উপর বিধিনিষেধ জারি করতে সক্রিয় ছিল কংগ্রেস, আর এখন বজরংবলীকেও নিষিদ্ধ করতে চায় ওরা।” পাশাপাশি নির্বাচনী প্রচারে জয় বজরংবলী স্লোগানও দেন মোদি।
