Friday, August 29, 2025

রেখে দিলে ‘আ.লসার’, বাড়তে দিলে ‘ক্যা.নসার’: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

৬০ দিনের জনসংযোগ কর্মসূচি হাতে নিয়ে জেলা সফরে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারে(English Bazar) রয়েছেন তিনি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। নেত্রীকে পাশে নিয়েই এদিন মঞ্চ থেকে কড়া সুরে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। জানালেন, “মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস! বিজেপিকে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।”

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ মালদাতে আমাদের কর্মসূচির দশম দিন। আর এই বিশেষ দিনে আমাদের প্রিয় নেত্রী এখানে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন, এটা আমাদের কাছে গর্বের। গত কয়েকদিনে আমি মলাদার বুথে বুথে ব্লকে ব্লকে ঘুরে বেড়িয়েছি। দেখেছি মানুষ কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সমর্থন করছেন। তৃণমূলের প্রতি মানুষের যে ভালবাসা আমি দেখেছি তাতে স্পষ্ট যে তৃণমূলের কোনও বিকল্প নেই। পঞ্চায়েত তো বটেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।”

এরপরই চড়া সুরে বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মালদা থেকে একজন সাংসদকে জিতিয়েছিলেন আপনারা। তাঁকে আর দেখা যায় না। মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস। বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। আপনার খাবে, আপনার পরবে আর আপনাকে শেষ করবে। এরা বাংলার খাচ্ছে বাংলার পরছে আর বলছে বাংলার টাকা বন্ধ করে দাও।” এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেক জানান, “আপনারা লড়বেন নিজেদের অধিকারের স্বার্থে। মানুষের পঞ্চায়েত গড়বেন। আমরা মাথা নত করে চলব না। শেষ রক্তবিব্দু দিয়ে লড়ব কিন্তু দিল্লি আর কাছে আত্মসমর্পণ করবো না। মনে রাখবেন আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...