আগামী ৯ থেকে ১৮ই জুন ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর তার জন্য ৪১ জন খেলোয়াড়ের দল ঘোষণা করল ভারতীয় কোচ ইগর স্টিমাচ। আর এর জন্য ১৫ই মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলেছে জাতীয় শিবির।

আগামী বছর কাতারে এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচ স্টিমাচ। এই টুর্নামেন্টে ভারতের মুখোমুখি লেবানন, ভানুয়াতু এবং মঙ্গোলিয়া। ভানুয়াতু এবং মঙ্গোলিয়া অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও লেবানন বেশ কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।

একনজরে দেখে নেওয়া যাক ৪১ জন ফুটবলারের তালিকা:
গোলরক্ষক: বিশাল কাইথ, গুরপ্রীত সিং সান্ধু, ফুরবা লাচেনপা টেম্পা, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: শুভাশীষ বোস, প্রীতম কোটাল, আশিস রাই, গ্লান মার্টিন্স, সন্দেশ ঝিংগান, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা কনশাম, মেহতাব সিং, রাহুল ভেকে, নরেন্দ্র।
মিডফিল্ডার: লিস্টন কোলাকো, আশিক কুরুনিয়ান, সুরেশ সিং ওয়াংজাম, রোহিত কুমার, উদন্ত সিং, অনিরুধ থাপা, নওরেম মহেশ সিং, নিখিল পূজারি, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জেকসন সিং, সাহল আবদুল সামাদ, রাহুল কেপি, লালেংমাউইয়া রাল্টে, লালিয়ানজুয়ালা চাংতে, বিপিন সিং, রওলিন বোর্জেস, বিক্রম প্রতাপ সিং, নন্দ কুমার, জেরি মাওহিমিংথাঙ্গা।

ফরোয়ার্ড: মনভীর সিং, সুনীল ছেত্রী, শিবা শক্তি নারায়ণন, রহিম আলি, ঈশান পণ্ডিতা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
