গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। জন্মদিন উপলক্ষ্যে গ্রামের বাড়িতে রান্না করলেন সচিন। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর এবং মেয়ে সারার সঙ্গে রান্না করতে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন নিজেই। তবে আইপিএলে খেলার কারণে তাদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি ছেলে অর্জুন।

নিজের জন্মদিন উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন। সেখানে দেখা যাচ্ছে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারা কিছু একটা রান্না করছে। অন্যদিকে উনুনে আগুন জ্বালতে ব্যস্ত সচিন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন লেখেন, “আপনি যে প্রতিদিন হাফ সেঞ্চুরি করেন তা নয়, কিন্তু যখন আপনি করেন, তখন যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে উদযাপন করা মূল্যবান। ছেলে অর্জুনকে মিস করছি।”

It's not every day that you hit a half-century, but when you do, it's worth celebrating with the ones who matter the most. Recently celebrated a special 50 in a quiet serene village with my team – my family! ❤️
PS: Missed Arjun a lot as he is busy with the IPL. pic.twitter.com/KjIrRvciOu
— Sachin Tendulkar (@sachin_rt) May 5, 2023
আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত জয় গুজরাতের, সঞ্জুদের ৯ উইকেটে হারাল হার্দিকরা
