Saturday, November 8, 2025

অনাড়ম্বরেই অর্জুন স্রষ্টার শেষকৃত্য, রবি জন্মতিথিতে চোখের জলে বিদায়ের সুর!

Date:

Share post:

‘কালপুরুষ’-এর ৬৪ বি, শ্যামপুকুর স্ট্রিটের (Shyampukur street) ঠিকানায় মঙ্গলের সকাল থেকেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। প্রিয় সাহিত্যিককে শেষবার চোখের দেখা দেখতে রাজনৈতিক ব্যক্তিত্বের (Political Personal) আনাগোনা চোখে পড়ার মতো। সকলেই যে সমরেশ মজুমদারের (Samaresh Majumder) অনুরাগী। চোখের জলে বিনম্র অন্তিম শ্রদ্ধা নিবেদনে আট থেকে আশি দুপুরের আগেই পৌঁছে গিয়েছিলেন সাহিত্যিকের ঠিকানায়। বাবার ইচ্ছেকে মর্যাদা দিতে কন্যা দোয়েল মজুমদার (Doyel Majumder) আগেই অনাড়ম্বর শেষকৃত্যের কথা জানিয়েছিলেন। তাই নন্দন চত্বরে সম্মান জানানোর কোনও ব্যবস্থা করা হয়নি। অগত্যা ভিড় জমছিল বাড়িতেই।

সোমবারই শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সহ অন্যান্যরা। ২৫-শে বৈশাখের সকালে রবি উন্মাদনায় মত্ত বাঙালিয়ানতেও অর্জুন স্রষ্টার বিদায়ে মন খারাপের সুর। আজ সকালে সাহিত্যিকের বাড়িতে পৌঁছে মাল্যদান করে শ্রদ্ধা জানান মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim)। উপস্থিত পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ও। উত্তরবঙ্গের পাহাড়ি নদী , চা বাগান থেকে বাংলাদেশের পাবনা, ময়মনসিংহকে যিনি এক সুত্রে যিনি গেঁথেছেন, তাঁকে প্রণাম জানান বাংলাদেশের উপ হাইকমিশনের আধিকারিকরাও। উপস্থিত ছিলেন বামফ্রন্টের তরফ থেকে বিমান বসু, মহাম্মদ সেলিম সহ অন্যান্যরা। সাহিত্যিকের লেখনীর গুণমুগ্ধ শমীক ভট্টাচার্যও আজ সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে তাঁর বাড়িতে যান। বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে চিরকালের জন্য সাহিত্যিক সমরেশ মজুমদারের নশ্বর দেহ নিয়ে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেন আত্মীয়রা। দুপুর ১টা নাগাদ নিমতলা মহাশ্মশানে সাধারণ ভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়।


 

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...