Saturday, January 10, 2026

কয়লা সংকটের জের! ১৮ দিন ধরে বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

কয়লা সংকটের কারণে ১৮ দিন ধরে বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র (Rampal Thermal Power Station)। গত ২৩ এপ্রিল রাত থেকে উৎপাদন বন্ধ থাকলেও কবে থেকে সেই উৎপাদন ফের স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে জানাতে পারছে না কর্তৃপক্ষ। সূত্রের খবর, গত চার মাসে তিন দফায় মোট ৪৮ দিন কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। আর সেকারণে ওই সময় কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ (Electric Distribution) বন্ধ হয়ে পড়ে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্র সূত্রে খবর, গত বছরের ১৭ ডিসেম্বর আমদানীকৃত কয়লার স্বাভাবিক মজুত শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও সংরক্ষিত থাকা কয়লা দিয়ে আরও ৫ দিন উৎপাদন চালু রাখা হয়। পরে সংরক্ষিত কয়লার মজুত শেষ হয়ে গেলে ৪ জানুয়ারি সকালে বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কয়লা সরবরাহ (Coal Supply) স্বাভাবিক হলে প্রায় এক মাস পরে ফের উৎপাদন শুরু হয় রামপাল বিদ্যুৎকেন্দ্রে। এরপর ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয় এই মেগা প্রকল্পের উৎপাদন। এরপর তিনদিন উৎপাদন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল সেটি সচল হলেও কয়লা সংকটে ২৩ এপ্রিল রাত থেকে ফের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। তবে টাকার অভাবে ঋণপত্র খুলতে না পারার কারণেই বারবার সংকটে পড়ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

তবে বারবার এই উৎপাদন বন্ধ হওয়ার কারণে চরম আশঙ্কার সৃষ্টি হয়েছে। পাশাপাশি চলতি মাসের জুনেই চালু হওয়ার কথা দ্বিতীয় ইউনিটটিরও। অপরদিকে উৎপাদন বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। কারণ চুক্তি অনুযায়ী, রামপালের বিদ্যুৎ পিডিবিকে কিনতে হয়। আর সেকারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ থাকলেও পিডিবিকে ভাড়া দিতে হবে। কেন্দ্র সূত্রে আরও জানা যায়, নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল রামপাল কেন্দ্র। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছিল। নিয়মিত উৎপাদনের জন্য কেন্দ্রটিতে প্রায় পাঁচ হাজার মেট্রিকটন কয়লা লাগত। আর এসব কয়লা আসত ইন্দোনেশিয়া থেকে। এছাড়া দ্বিতীয় ইউনিটের কাজও প্রায় শেষের দিকে। কিন্তু দ্বিতীয় ইউনিট চালু হলে তখন প্রতিদিন কয়লা প্রয়োজন হবে দশ হাজার টন। যেখানে প্রতিদিন ৫ হাজার টনের যোগান দিতেই হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, সেখানে প্রতিদিন দশ হাজার টন কয়লা সরবরাহ সম্ভব হবে বলে মনে করছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।

এদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহে। ফলে লোডশেডিংয়ের (Loadsheading) মাত্রা বেড়েছে। বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ওজোপাডিকোর মোংলা অঞ্চলের আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন বলেন, উৎপাদনে আসার পর থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে খুলনাসহ এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু ঈদের পর থেকে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পেয়েছে।

 

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...