Monday, November 10, 2025

এখনই অন্তরবর্তী নির্দেশ নয়: অভিষেক মামলায় জানালেন বিচারপতি অমৃতা সিনহা

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) সিবিআই(CBI) জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় এখনই কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। এই মামলায় এদিন বিচারপতি অমৃতা সিনহা(Justic Amrita Sinha) জানান, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।

কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে বৃহস্পতিবারই আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই আবেদনের শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এদিন অভিষেকের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি তুলে ধরে সওয়াল জবাব চলে। আইনজীবী কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। তাই এই মামলায় বিচারপতি বদলের নির্দেশও দিয়েছেন। এই আদালতকেও সেই বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন সিবিআই ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে একটি সমন জারি করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে সেটি স্থগিত রয়েছে। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই সমনে স্থগিতাদেশ দেওয়া হোক।

এরপর বিচারপতি বলেন, “আপনারা আশঙ্কাপ্রবণ হয়ে পড়েছেন। যদি কিছু হয় সে ক্ষেত্রে আদালত তো রয়েছেই। আপনাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন। তিনি আরও বলেন, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।”

এদিকে এই মামলা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এটি বিচারাধীন বিষয়। ফলে এ নিয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। কিন্তু এখানে ভয়ডরের বিষয় নেই। আপনারা দেখেছেন এর আগেও একাধিকবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে ও। কিন্তু বক্তব্য হল অকারন যাব কেন? এই কারনেই কোর্টে গিয়েছিল। আসলে অভিষেককে ব্যতিব্যস্ত করার জন্য ইডি সিবিআই এইসব করছে। তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল।”

spot_img

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...