Sunday, January 11, 2026

এখনই অন্তরবর্তী নির্দেশ নয়: অভিষেক মামলায় জানালেন বিচারপতি অমৃতা সিনহা

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) সিবিআই(CBI) জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় এখনই কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। এই মামলায় এদিন বিচারপতি অমৃতা সিনহা(Justic Amrita Sinha) জানান, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।

কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে বৃহস্পতিবারই আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই আবেদনের শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এদিন অভিষেকের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি তুলে ধরে সওয়াল জবাব চলে। আইনজীবী কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। তাই এই মামলায় বিচারপতি বদলের নির্দেশও দিয়েছেন। এই আদালতকেও সেই বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন সিবিআই ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে একটি সমন জারি করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে সেটি স্থগিত রয়েছে। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই সমনে স্থগিতাদেশ দেওয়া হোক।

এরপর বিচারপতি বলেন, “আপনারা আশঙ্কাপ্রবণ হয়ে পড়েছেন। যদি কিছু হয় সে ক্ষেত্রে আদালত তো রয়েছেই। আপনাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন। তিনি আরও বলেন, আমি সব পক্ষের বক্তব্য না শুনে কোনরকম স্থগিতাদেশ দেব না। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।”

এদিকে এই মামলা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এটি বিচারাধীন বিষয়। ফলে এ নিয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। কিন্তু এখানে ভয়ডরের বিষয় নেই। আপনারা দেখেছেন এর আগেও একাধিকবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে ও। কিন্তু বক্তব্য হল অকারন যাব কেন? এই কারনেই কোর্টে গিয়েছিল। আসলে অভিষেককে ব্যতিব্যস্ত করার জন্য ইডি সিবিআই এইসব করছে। তার বিরুদ্ধেই আদালতে গিয়েছিল।”

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...