পঞ্চায়েত ভোটের আগে গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ প্রায় চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তত্পরতায় কাজে লাগাতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। আগামী জুন-জুলাই মাসের মধ্যে বরাদ্দ এই টাকার পুরোটাই পুরো টাকাটাই গ্রামীন রাস্তাঘাট, কালভার্ট নির্মান ও সংস্কার, স্কুলে সৌর আলো লাগানো, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা নতো পরিকাঠামো খাতে খরচ করতে হবে বলে পঞ্চায়েত দফতর জেলাগুলোকে নির্দেশ দিয়েছে। জানা গেছে, প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করে কাজের খতিয়ান ও কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, গ্রাম বাংলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই মিশন মোডে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয় সেজন্য দফতরের শীর্ষ আধিকারিকদের জেলাভিত্তিক পর্যবেক্ষণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য পঞ্চদশ অর্থ কমিশনের নিঃশর্ত এবং শর্তাধীন তহবিলের আওতায় গ্রামোন্নয়নে রাজ্যকে মোট ৪,৩৩৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৭০ কোটি টাকা এখনও অব্যবহৃত রয়েছে গত একমাসে এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।
আরও পড়ুন- তৃণমূল শিক্ষা সেলের নয়া কমিটি গঠন: পদাধিকারীদের নাম ঘোষণা ব্রাত্যর
