Saturday, May 3, 2025

রাজ্যের বকেয়ার দাবি জানাতেই নীতি আয়োগের বৈঠক যোগ দেবেন, জানালেন মমতা

Date:

Share post:

২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তবু, রাজ্যের বকেয়া আদায়ে তিনি দিল্লি (Delhi) যাবেন।

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। বলেন, ১০০ দিনের কাজ, আবাস, গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে পরিকল্পনা কমিশনে প্রতিটি রাজ্যের কথা শোনা হত। এখন নীতি আয়োগ বৈঠকে গিয়ে ২ ঘণ্টা বসে থাকতে হয়। কোনও কথা শোনা হয় না। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, একজন নিজেই জ্ঞান সম্বলিত ভাষণ দিয়ে যান। কিন্তু, রাজ্যের কথা বিশেষত বাংলার কথা গুরুত্ব দিয়ে শোনা হয় না।

এদিন ফের মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গ। বলেন, রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। তাই যে কোনও বৈঠকে সবার শেষে বলার সুযোগ পায় বাংলা। তবে, রাজ্যের কথা তুলে ধরতে ২৭ মে দিল্লি যাবেন মমতা। বলেন, “বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছি।“ রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি বকেয়া টাকা মেটানোর দাবিতে সরব হবেন তিনি।

 

 

 

spot_img

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...