Monday, November 10, 2025

পাণ্ডবেশ্বরের জনসভা থেকে বিজেপির সঙ্গেই কয়লা মাফি.য়াদের যোগসূত্র ফাঁস অভিষেকের!

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, পাণ্ডবেশ্বরের (Pandabeswar) জনসভা থেকে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রকাশ্যে আনলেন গেরুয়া শিবিরের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগসূত্র। এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করে অভিষেক বলেন, BJP কয়লা কেলেঙ্কারির কথা বলে। আর পান্ডবেশ্বরের সবচেয়ে বড় কয়লা মাফিয়াই বিজেপিতে।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক উদাহরণ দেন অভিষেক। তাঁর কথায়, ২১ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিজেপির টিকিকে হেরে, বিভিন্ন সূত্র ধরে তৃণমূলের ফিরে আসার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন। আরেক কয়লা মাফিয়া রাজু ঝা। সম্প্রতি খুন হয়েছেন, তিনিও বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। কয়লা মাফিয়া জয়দেব খানকে দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে কফি খেতে, মন্দিরে যেতে। বিজেপির সঙ্গেই কয়লা মাফিয়াদের যোগসূত্র প্রকাশ্য এনেছেন অভিষেক।

একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়েও সুর চড়ান অভিষেক। তিনি বলেন, ক্যামেরায় যাঁকে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, সেই শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বিজেপি। সারদা, নারদ বা রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো মামলাগুলির তদন্তের অবস্থা কী? প্রশ্ন তোলেন অভিষেক।

এদিন ফের সভা মঞ্চ থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১০০দিনের কাজ থেকে শুরু করে, বাংলা আবাস যোজন, সড়ক যোজনার টাকা আটকে রেখেছে মোদি সরকার। বাংলার দাবি আদায়ে ১ কোটি চিঠি নিয়ে রাজধানীতে দরবার করবেন অভিষেক। তিনি জানান, বাংলার দাবি আদায়ে প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্নায় বসবেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...