Friday, August 22, 2025

পাণ্ডবেশ্বরের জনসভা থেকে বিজেপির সঙ্গেই কয়লা মাফি.য়াদের যোগসূত্র ফাঁস অভিষেকের!

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, পাণ্ডবেশ্বরের (Pandabeswar) জনসভা থেকে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রকাশ্যে আনলেন গেরুয়া শিবিরের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগসূত্র। এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করে অভিষেক বলেন, BJP কয়লা কেলেঙ্কারির কথা বলে। আর পান্ডবেশ্বরের সবচেয়ে বড় কয়লা মাফিয়াই বিজেপিতে।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক উদাহরণ দেন অভিষেক। তাঁর কথায়, ২১ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিজেপির টিকিকে হেরে, বিভিন্ন সূত্র ধরে তৃণমূলের ফিরে আসার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন। আরেক কয়লা মাফিয়া রাজু ঝা। সম্প্রতি খুন হয়েছেন, তিনিও বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। কয়লা মাফিয়া জয়দেব খানকে দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে কফি খেতে, মন্দিরে যেতে। বিজেপির সঙ্গেই কয়লা মাফিয়াদের যোগসূত্র প্রকাশ্য এনেছেন অভিষেক।

একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়েও সুর চড়ান অভিষেক। তিনি বলেন, ক্যামেরায় যাঁকে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, সেই শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বিজেপি। সারদা, নারদ বা রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো মামলাগুলির তদন্তের অবস্থা কী? প্রশ্ন তোলেন অভিষেক।

এদিন ফের সভা মঞ্চ থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১০০দিনের কাজ থেকে শুরু করে, বাংলা আবাস যোজন, সড়ক যোজনার টাকা আটকে রেখেছে মোদি সরকার। বাংলার দাবি আদায়ে ১ কোটি চিঠি নিয়ে রাজধানীতে দরবার করবেন অভিষেক। তিনি জানান, বাংলার দাবি আদায়ে প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্নায় বসবেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...