চাকরি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী(Rabri Devi)। বৃহস্পতিবার লালু পত্নীকে জিজ্ঞাসাবাদ ও তাঁর বয়ান রেকর্ড করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এই মামলায় এর আগে রাবড়ির কন্যা মিশা ভারতী ও পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি(ED)।

লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে অভিযোগ ছিল, রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪-০৯ সময়কালে গ্রুপ ডি পদে প্রচুর চাকরি দেওয়া হয় নানা ক্ষেত্রে। এই চাকরির মুল্য হিসেবে নাকি জমি দিতে হত লালুর পরিবারের সদস্যদের। যার প্রেক্ষিতেই মামলা দায়ের করেছিল সিবিআই। পরে এই মামলার তল্লাশি চালিয়ে নগদ ১ কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই মামলাতেই বৃহস্পতিবার হাজিরা দিলেন রাবডি দেবী। উল্লেখ্য, গত মাসে এই মামলায় জামিন পেয়েছেন লালু, লালু-পত্নী রাবড়ী দেবী ও তাঁদের কন্যা মিসা ভারতী-সহ বাকি অভিযুক্তরা।
