Saturday, May 3, 2025

CBI তলব: কর্মসূচি ছেড়ে কলকাতার পথে অভিষেক, ভার্চুয়ালি সভা করবেন মমতা

Date:

Share post:

আগেই জানিয়েছিলেন সিবিআই যদি ডাকে তবে তদন্তে সহযোগিতা করতে প্রয়োজনে কর্মসূচি স্থগিত রেখে কলকাতা(Kolkata) ফিরবেন। সেইমতো জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের(CBI) নোটিশ হাতে পেয়েই বাকুড়ার সোনামুখির রোড শো শেষ করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। আগামী শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সিবিআই নোটিশ হাতে পেয়ে সেই নোটিশের ছবি সহ একটি টুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে জনসভা ছিল তৃণমূল সাংসদের। অভিষেকের পরিবর্তে ভার্চুয়ারি এখানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শুক্রবার দুপুরে সিবিআইয়ের নোটিশ হাতে পাওয়ার পর টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমায় আগামীকাল অর্থাৎ ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য আমায় ডাকা হয়েছে, সেই নোটিশ আমি আজ পেলাম। একটা দিনও আমায় সময় দেওয়া হয়নি। কর্মসূচি থাকা সত্ত্বেও আমি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছি এবং তদন্তে সবরকম সহযোগিতা করব।” পাশাপাশি অভিষেক আরও লেখেন, “জনসংযোগ যাত্রা আপাতত স্থগিত করলাম। তবে যেখান থেকে শেষ করলাম ২২ মে বাকুড়ার ঠিক সেইখান থেকেই আবার শুরু করব। এই ঘটনার জেরে হতাশা নয়, বরং আমি আরও বেশি করে পশ্চিমবঙ্গের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব, সেই লক্ষ্যেই আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

 

এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক না থাকলেও বাতিল হচ্ছে না অভিষেকের আজকের কর্মসূচি। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিবিআইয়ের এই নোটিশকে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্ত বলে তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন টুইট করে তিনি লেখেন, “অভিষেকের জনজোয়ারকে ভয় পেয়ে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্তেই সিবিআইকে দিয়ে বিজেপির এই তড়িঘড়ি নোটিসের ছক। এভাবে নবজোয়ার থামানো যাবে না। এই অভিমন্যু চক্রব্যূহ ভাঙতে শিখে গিয়েছে।”

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...