Wednesday, August 20, 2025

সত্যমেব জয়তে: সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে বার্তা সমীর ওয়াংখেড়ের

Date:

Share post:

সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে আরিয়ান খান মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সমীর ওয়াংখেড়ে(Sameer Wankhede)। সিবিআই অফিসে ঢোকার ঠিক আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মুম্বইয়ের(NCB Mumbai) প্রাক্তন জোনাল ডিরেক্টর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কেবল দুটি শব্দ ‘সত্যমেব জয়তে'(Satyameva Jayate)।

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় জড়িত না করার জন্য তারকার থেকে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওয়াংখেড়ের বিরুদ্ধে। তবে এই অভিযোগের পালটা সিবিআই এফআইআর বাতিলের দাবিতে একটি পিটিশন দায়ের করেন ওয়াংখেড়ে। এদিকে গত শুক্রবার কর্ডেলিয়া ক্রুজ মাদক কাণ্ড সংক্রান্ত দুর্নীতির মামলায় বম্বে হাইকোর্টের তরফে জানানো হয় আগামী ২২ মে পর্যন্ত ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিতে পারবে না সিবিআই। আদালত থেকে কিছুটা স্বস্তি পাওয়ার পর শনিবার সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ওয়াংখেড়ে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতারের মূল কাণ্ডারি ছিলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যদিও তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। পাশাপাশি মুম্বইয়ের একটি সংবাদসংস্থা সম্প্রতি প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট। যদিও শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। ওই মেসেজে শাহরুখ লিখেছেন, “সমীর সাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?” এরপর একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, “এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।” যদিও কোনও আবেদনই টলাতে পারেনি এনসিবির ওই প্রাক্তন আধিকারিককে।

spot_img

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...