Sunday, December 14, 2025

কাশ্মীরে জি-২০ বৈঠকের বিরোধিতা চিন-তুরস্কের, পাল্টা জবাব ভারতের

Date:

Share post:

ভারতের তরফে জি-২০ (G20) বৈঠকের আয়োজন করা হয়েছে জম্মু ও কাশ্মীরে(Jammu and Kashmir)। আর এই বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান(Pakistan)। তাদের সুরে আবার সুর মেলাতে দেখা যায় চিন(China) ও তুরস্ককে। এই দুই দেশের বক্তব্য, কাশ্মীর বিতর্কিত অঞ্চল। তাই সেখানে কোনও সম্মেলনে অংশ নেবে না তারা। তবে এইসব বিরোধিতাকে পাত্তা না দিয়ে নয়া দিল্লির স্পষ্ট বক্তব্য নিজেদের ভূখণ্ডে যেখানে খুশি অনুষ্ঠান করবে ভারত।

কাশ্মীরে জি-২০ বৈঠকের আয়োজন প্রসঙ্গে শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “জম্মু ও কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড। সেখানে জি-২০ সম্মেলন আয়োজনের তীব্র বিরোধিতা করছি আমরা। কোনও বিতর্কিত ভূখণ্ডে এমন কোনও অনুষ্ঠানে চিন অংশ নেবে না।” চিনের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে তুরস্ক। সৌদি আরবের তরফেও শ্রীনগরের বৈঠকের জন্য এখনও নাম নথিভুক্ত করা হয়নি। যদিও কে যোগ দিল কি দিল না সেদিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। নয়া দিল্লির স্পষ্ট বক্তব্য, নিজ দেশে যেখানে খুশি সম্মেলনের আয়জন করবে ভারত। আগামী ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত কাশ্মীরে চলবে এই সামিট।

এদিকে, জি-২০ সম্মেলনের মধ্যেই বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তাই বৈঠকের আগেই কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীরকে। একাধিক এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন। বিশেষত শ্রীনগরে (Srinagar) নৌ কমান্ডো ও ন্যাশনাল সিকিয়োরিটি গার্ডের দক্ষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সম্মেলনের কেন্দ্রের আশেপাশেও সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছে বিশেষ কমান্ডো বাহিনী।

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...