ইন্টারকন্টিনেন্টাল কাপের জন‍্য ঘোষণা ভারতের ২৭ সদস্যের দল

ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের প্রতিপক্ষ মঙ্গোলিয়া, ভানায়ুতু ও লেবানন।

আগামী ৯ জুন থেকে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। এই কাপে খেলবে ভারতীয় দল। তার জন্য গত ১৬ মে থেকে ৪০ জন ফুটবলারকে নিয়ে ভুবনেশ্বরে প্রস্তুতি শিবির করেছিলেন হেড কোচ ইগর স্টিম্যাচ। আর এবার তার মধ্যে থেকে শুক্রবার ২৭ সদস্যের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

দল থেকে বাদ পড়লেন মোহনবাগানের দুই ফুটবলার বিশাল কাইথ ও মনবীর সিং। এছাড়া বাদ পড়েছেন ইয়াসির মহম্মদ, গ্লেন মার্টিন্স ও রোশন সিং। ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের প্রতিপক্ষ মঙ্গোলিয়া, ভানায়ুতু ও লেবানন।

চলুন এক নজরে দেখে নিন ভারতের ২৭ সদস্যের দল :

গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ফুরবা লাচেনপা।

ডিফেন্ডার : শুভাশিস বসু, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আনওয়ার আলি, আকাশ মিশ্রা, মেহতাব সিং, রাহুল ভেকে।

মিডফিল্ডার : লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, সুরেশ সিং, রোহিত কুমার, উদান্তা সিং, অনিরুধ থাপা, নাওরেম মহেশ সিং, নিখিল পুজারি, জিকসন সিং, সাহাল আব্দুল সামাদ, লালেংমাউইয়া রালতে, লালিয়ানজুয়ালা ছাংতে, রাউলিন বর্জেস, নন্ধকুমার।

ফরোয়ার্ড : সুনীল ছেত্রী, রহিম আলি, ইশান পন্ডিতা।

আরও পড়ুন:মমতা এবং সৌরভের জন‍্য বিশেষ উপহার আর্জেন্তাইন গোলরক্ষকের

 

 

Previous articleনোটবন্দির তুঘলকি সিদ্ধান্ত! পর পর টুইটে মোদি সরকারকে ধুয়ে দিলেন মমতা
Next articleকাশ্মীরে জি-২০ বৈঠকের বিরোধিতা চিন-তুরস্কের, পাল্টা জবাব ভারতের