Friday, January 2, 2026

তথ্যচিত্রে মোদি-দেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ! BBC-কে নোটিশ দিল্লি হাই কোর্টের  

Date:

Share post:

ভারত, ভারতীয় বিচারব্যবস্থা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাবমূর্তি নষ্টের অভিযোগ। আর সেকারণেই বিবিসির (BBC) বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আর এই অভিযোগে ইতিমধ্যে তলব করা হয়েছে বিবিসি কর্তৃপক্ষকে। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের (BBC UK) দফতরই নয়, বিবিসি ইন্ডিয়াকেও (BBC India) নোটিশ দিয়েছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি সচিন দত্ত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের (Documentary) বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিল গুজরাটের (Gujrat) একটি এনজিও (NGO)। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই দিল্লি হাই কোর্টের এই নোটিশ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

এদিন মামলাকারী এনজিও-র তরফে সওয়াল করেন বিচারপতি হরিশ সালভে। তিনি সাফ জানান, বিবিসি-র এই তথ্যচিত্র ভারত, ভারতীয় বিচারব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। আর তারপরই এই মামলার শুনানিতে বিবিসির বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের শিরোনামে উঠে আসে বিবিসি। নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশ করায় কড়া সমালোচনার মুখে পড়তে হয় সংস্থাটিকে। পরে তথ্যচিত্রটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর বিবিসির দিল্লি এবং মুম্বই অফিসে পৌঁছয় আয়কর দফতরের আধিকারিকরা।

যদিও সংস্থায় হানা দিয়ে ব্রিটিশ এই সংবাদমাধ্যমের অফিস কর্মীদের বেশ কিছু ল্যাপটপ ও হার্ড ডিস্ক স্ক্যান করেন আয়কর দফতরের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় সারা দেশে। আর কেন্দ্রের মোদি সরকারের এমন তুঘলকি আচরণের বিরুদ্ধে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। প্রধানমন্ত্রীর সমালোচনা করার কারণেই এমন পদক্ষেপ বলে দাবি বিরোধীদের।

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তথ্যচিত্রটি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি, করা হয়েছে বলেই মত জয়শংকরের। প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করতেই এমন তথ্যচিত্র তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

 

 

 

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...